Pelvis Bone: ঠিক কতটা চাপ পড়লে ভাঙতে পারে ‘পেলভিস হাড়’? জানালেন চিকিৎসক

Pelvis Gridle: এই হাড় খুব শক্ত। একজন প্রাপ্ত বয়স্ক বা বয়স্কার পেলভিস বোন ভাঙতে পারে কেবল 'হাই ভেলোসিটি ইনজুরি' হলে তবেই। অস্বাভাবিক জোর না দিলে এই হাড় ভাঙা সম্ভব নয়।

Pelvis Bone: ঠিক কতটা চাপ পড়লে ভাঙতে পারে 'পেলভিস হাড়'? জানালেন চিকিৎসক
কত চাপ পড়লে ভাঙতে পারে 'পেলভিস বোন'?
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 2:29 PM

‘পেলভিস বোন’ চিকিৎসা পরিভাষায় যাকে বলে ‘পেলভিক গার্ডেল’, মানবদেহের সবচেয়ে শক্ত হাড়গুলির মধ্যে একটি। এই হাড় মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ হাড়ও বটে। দেহের কোন অংশে থাকে এই হাড়? কোন ভূমিকা পালন করে? ঠিক কতটা চাপ পড়লে ভাঙা সম্ভব এই হাড়? জানেন কী? এই বিষয়ে টিভি৯ বাংলাকে বিশদে জানালেন অস্থি চিকিৎসক চন্দ্রশেখর ধর।

‘পেলভিস বোন’ কী? ‘পেলভিস বোন’ দেখতে অনেকটা খাঁচার মতো। যা আমাদের শরীরের উপরের অংশ এবং নীচের অংশকে যুক্ত করে। এই হাড়ের উপরের অংশ থাকে বুকের হাড় এবং শিঁরদাড়া। নীচের অংশে যুক্ত হয় দুই পা। এটি দেখতে অনেকটা ‘রিং’ বা গোলাকৃতি হয়। যার দু’পাশে চওড়া হাড় থাকে। পিছন দিকেও চওড়া হাড় সঙ্গে থাকে শিঁরদাড়ার শেষ অংশ। এবং সামনের দিকে দুই পায়ের হাড় এসে সংযুক্ত হয়। ‘পেলভিস বোন’-এর নীচের দিকে থাকে মহিলা বা পুরুষের যৌনাঙ্গ। এবং পিছনদিকে থাকে মলদ্বার।

‘পেলভিস বোন’ এর আকার নির্ভর করে মানুষের শরীরের ওজন এবং আকৃতির উপরে। সাধারণত একজন মানুষের দেহ তিন ভাগে ভাগ করা হয়। যার প্রথম ভাগে থাকে মাথা এবং গলা। মাঝের ভাগে থাকে বুক এবং পেট। এই ভাগেই থাকে পেলভিস হাড়। আর নীচের অংশ থাকে পা।

এই পেলভিস বোনের ভিতরে থাকে প্রস্রাব থলি, মহিলাদের জরায়ু, মহিলাদের ডিম্বাশয়, মলদ্বার, খাদ্যনালীর শেষ অংশ(যা ১ ফুটের বেশি লম্বা হয়)।

কতটা শক্ত হয় এই হাড়?

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্ত হাড় ‘পেলভিক গার্ডেল’। এই বিষয়ে বলতে গিয়ে চিকিৎসক বলেন, “ধরা যাক একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ওজন ৭০ কেজি। সেক্ষেত্রে মনে করা হল তাঁর নীচের অংশের এক দিকের ওজন ১৫ কেজি। তাহলে মনে রাখবেন, সেই মানুষটি যখন হাঁটা চলা করে, তখন ওই ১৫ কেজি বাদ দিলে শরীরে বাকি ৫৫ কেজি ওজনের ভার বহন করে আমাদের শরীরের ‘পেলভিস বোন’।

কী ভাবে ভাঙতে পারে ‘পেলভিস বোন’?

ডাঃ ধর বলেন, “এই হাড় খুব শক্ত। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের পেলভিস বোন ভাঙতে পারে কেবল ‘হাই ভেলোসিটি ইনজুরি’ হলে তবেই। অস্বাভাবিক জোর না দিলে এই হাড় ভাঙা সম্ভব নয়। কোনও গাড়ির বা বাইকের অ্যাক্সিডেন্ট হলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় বা চাপ পড়তে পারে তাতে পেলভিস বোন ভাঙতে পারে।”

তিনি আরও জানান, “কেউ চাইলেও একা অন্য কোনও ব্যাক্তির ‘পেলভিস বোন’ ভাঙতে পারবেন না। তা প্রায় অসম্ভব। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনও ভারী কিছু দিয়ে না মারে তা হলে ‘পেলভিস বোন’ ভাঙা সম্ভব নয়।”

পুরুষের হাড়ের তুলনায় কী মহিলাদের ‘পেলভিস বোন’ বেশি শক্তিশালী?

চন্দ্রশেখর বাবু জানান, “মহিলাদের একটি বড় বৈশিষ্ট্য হল, তাঁরা যখন সন্তান জন্মদানের বয়সে পৌঁছোয় তখন তাঁদের পেশির সম্প্রসারণের ক্ষমতা থাকে। এমনকি একজন মহিলা যখন অন্তঃস্বত্তা হন, তখন তাঁরা সন্তানের ওজন সহ আরও নানা ওজন বহন করে। সেক্ষেত্রে কেবল সন্তান নয়, তাঁর সঙ্গে থাকে ওয়াটার ব্যাগেজ, প্লাসেন্টার ওজন। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ থেকে ৫ কেজি অতিরিক্ত ওজন বহন করে। আর সেই ওজন ধরে রাখে মহিলাদের ‘পেলভিস বোন’। সুতরাং তা কতটা শক্তিশালী আলাদা করে বলার প্রয়োজন হয় না।”