COVID-19: শেষ ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য, এবার কি স্বস্তি নিঃশ্বাস ফেলা যায়?
Covid Situation: যদিও চিনের করোনা পরিস্থিতি নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই ভারতীয়দের মধ্যে। কিন্তু কোনওভাবেই পুনরায় কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা শূন্য। গত ৩ বছরে প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্য স্বাস্থ্য দফতর। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম এ দেশে কোভিড সংক্রমণ দেখা দেয়। তারপর থেকে কখনও বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এর মাঝে নিম্নগামীও ছিল করোনার গ্রাফ। কিন্তু এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্য হল এই রাজ্যে। যদিও করোনা পরিস্থিতি অনেক দিন যাবৎ স্বাভাবিক এ রাজ্যে। তবে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনও কারণ দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞেরা
এ রাজ্যে কোভিড সংক্রমণ শূন্য হলেও এই মুহূর্তে চিনের পরিস্থিতি ভয়াবহ। ১৪ ডিসেম্বর, চিনে ২,০০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। তাঁদের প্রত্যেকের শরীরে দেখা দিয়েছে নতুন উপসর্গ। গত ৭ ডিসেম্বরই বেইজিংয়ে কোভিডের কঠোর বিধি তুলে নেওয়া হয়। এক সপ্তাহ কাটতেই কপালে ভাঁজ সরকারের। মার্কিন প্রতিষ্ঠান ‘হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভোলিউশন’ দাবি জানিয়েছে, এমন পরিস্থিত যদি চলতে থাকে তাহলে ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে ৩২২০০০ জনের কোভিডে মৃত্যু হতে পারে।
যদিও চিনের করোনা পরিস্থিতি নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই ভারতীয়দের মধ্যে। কিন্তু কোনওভাবেই পুনরায় কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভারতীয় আগামী দিনে কোভিড বাড়তে পারে কি না, এ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর এপিডেমিয়োলজির প্রধান ডাঃ রমন গঙ্গাখেদকর। তিনি জানিয়েছেন, ভারতীয়দের মধ্যে ইমিউনিটি ভাল থাকায় কোভিডের আশঙ্কা কম।
এতেই আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন? ডাঃ রমন আরও বলেন যে, “যেহেতু ভাইরাসটি চিনে ছড়িয়ে পড়েছে, তাই এটি ভাইরাসটি তার চরিত্র পাল্টাতে পারে। তাই আমাদের কোভিড কেস, হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা এবং ভাইরাসের মিউটেশনের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।” ডাঃ রমন সাবধান করেছেন ভাইরাসটির চরিত্র পরিবর্তন নিয়ে। কারণ এর আগেও যখন করোনা ভাইরাসের পরিবর্তিত স্ট্রেন ওমিক্রম ধরা পড়েছিল তখন হাজার-হাজার মানুষ আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে। সুতরাং, রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্য হলেও সম্পূর্ণরূপে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। বরং সুস্থ থাকতে কোভিড বিধি মেনে চলাই ভাল।