পরের গ্রাসে মদ ঢালার আগে দু’বার ভাবুন! হুহু করে বাড়ছে ক্যান্সারের সম্ভাবনা

এই বিপদ থেকে বাঁচার রাস্তাও বলে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, এশিয়া মহাদেশে যথেষ্ট পরিমাণে অ্যান্টি-অ্যালকোহল সচেতনতা তৈরি করতে হবে। ইউরোপে যেমন অ্যালকোহলে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে বিষয়টি আয়ত্তে আনা গেছে, এদেশেও সেটাই করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। 

পরের গ্রাসে মদ ঢালার আগে দু'বার ভাবুন! হুহু করে বাড়ছে ক্যান্সারের সম্ভাবনা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 10:44 PM

ভারতে ক্যান্সার আক্রান্তের বাড়ন্ত সংখ্যা নিয়ে বিদেশে একটি সমীক্ষা হয়েছে। সেখানে বলা হচ্ছে, দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। এবং সেটির কারণ মদ্যপান। যা কিনা সারাবিশ্বের তুলনায় অনেকটাই বেশি।

সমীক্ষায় এও জানা যায়, মহিলাদের তুলনা পুরুষদের আক্রান্ত হওয়ার ঘটনা বেশি। কী কী ধরনের ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ছে, সেটিও বেরিয়েছে সেই সমীক্ষায়। জানা যাচ্ছে, খাদ্যনালী, লিভার ও স্তনের ক্যান্সারের সম্ভাবনা বেড়েছে ক্যান্সারের কারণে। ২০২০ সালের তুলায় অনেক বেশি বেড়েছে মুখ, ফ্যারিঙ্কস, কোলোন, রেকটামের সংক্রমণের সংখ্যা। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বেশি মদ্যপান করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। চিরাচিরতকাল ধরে হয়ে আসছে। কিন্তু মানুষের মধ্যে কোথাও মদের নেশা ছাড়ার তেমন চেষ্টা দেখাই যাচ্ছে না এদেশে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশেও মানুষের মধ্যে মদ্যপানের প্রবণতা পাওয়া যায়। কিন্তু বিগত কয়েক বছরের মদ্যপান করা মানুষের সংখ্যা সেখানে কমেছে। অন্যদিকে ভারত, চিনের মতো দেশে অ্যালকোহল পান করা মানুষের সংখ্যা বেড়েছে। যে কারণে বিশেষজ্ঞদের মাথায় হাত। অন্য একটি সমীক্ষা বলছে, করোনার কালে নাকি মদ্যপান বেড়েছে ভারতে। বাড়িতেই অধিকাংশ সময় থাকার ফলে সেটা হয়েছে। এই সমীক্ষা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ প্রত্যেকবার লকডাউনের আগে যেভাবে ওয়াইনশপের বাইরে মানুষকে ভিড় করতে দেখা যায়, তাতেই স্পষ্ট হয়েছে বিষয়টি।

এই বিপদ থেকে বাঁচার রাস্তাও বলে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, এশিয়া মহাদেশে যথেষ্ট পরিমাণে অ্যান্টি-অ্যালকোহল সচেতনতা তৈরি করতে হবে। ইউরোপে যেমন অ্যালকোহলে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে বিষয়টি আয়ত্তে আনা গেছে, এদেশেও সেটাই করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুননিয়মিত কোল্ড ড্রিঙ্ক পান করে নিজের কী কী ক্ষতি করেছেন দেখুন

ঘরোয়া উপায়ে সারিয়ে ফেলুন ভাইরাল জ্বর