Jamai Sashti 2023: জামাই নয়, ঘরের ছেলের মতো ভালোবাসেন শাশুড়ি! এই ৪ রাশিই হল জামাইষষ্ঠীর সেরা জুটি

Zodiac Signs: অনেকসময় দেখা যায় মেয়ের থেকে জামাইয়ের গুরুত্ব শাশুড়ির কাছে সবচেয়ে বেশি। তাই এবার জামাইষষ্ঠীর দিন জামাই ও শাশুড়ির জুটি কোনটি সেরা, তা জেনে নিন রাশি অনুযায়ী...

Jamai Sashti 2023: জামাই নয়, ঘরের ছেলের মতো ভালোবাসেন শাশুড়ি! এই ৪ রাশিই হল জামাইষষ্ঠীর সেরা জুটি
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2023 | 1:47 PM

জামাইষষ্ঠী মানেই খাওয়া-দাওয়া, মজা, আড্ডা, উপহার, কাছে-পিঠে ঘুরতে যাওয়া। শাশুড়ির হাতে সুস্বাদু সব খাবার খাওয়ার পাশাপাশি সুন্দর ও নামী-দামি উপহার দেওয়া-নেওয়ার রীতি এখন হল ট্রেন্ড। প্রতি বছর জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের শুরুতেই বাঙালির ঘরে ঘরে এই বিশেষ ব্রত উত্‍সব পালিত হয়। এদিন বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনা করে উপবাস ও ষষ্ঠী ব্রত পালন করেন । জামাইষষ্ঠীর দিন জামাইকে ঘিরে শাশুড়িমায়েরা ষষ্ঠী পালন করে থাকেন। আম, দই, কলা, লিচু প্রভৃতি ফল দিয়ে ফলাহার, দুপুরে জমিয়ে বাঙালি রান্না, রাতে ফের একবার জমিয়ে খাওয়া-দাওয়া।

তবে এইদিনটি শুধু খাওয়া-দাওয়া নয়, শাশুড়ি ও জামাইয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাটাও একটি বিশেষ দিক। অনেকের কাছে শাশুড়ি অপ্রিয়, আবার অনেকের কাছে একদম নিজের মায়ের মতো। শাশুড়িও জামাইকে ঘরের ছেলের মতো আচরণ করে থাকেন। এমনকি অনেকসময় দেখা যায় মেয়ের থেকে জামাইয়ের গুরুত্ব শাশুড়ির কাছে সবচেয়ে বেশি। তাই এবার জামাইষষ্ঠীর দিন জামাই ও শাশুড়ির জুটি কোনটি সেরা, তা জেনে নিন রাশি অনুযায়ী…

বৃষ রাশি

বৃষ রাশি হল সবচেয়ে মানুষ-আনন্দ মেতে থাকতে ভালোবাসেন। শাশুড়ির সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। এই রাশির জাতক-জাতিকারা তাদের সুবিধার জন্য বিশেষভাবে সমর্থন করে থাকেন। পরিবর্তে, জীবনের সমস্ত সম্পর্কগুলি সম্পর্কে সচেতন হয়ে থাকেন। সম্পর্কের ভিত কীভাবে ঠিক রাখতে হয়, তা এই রাশির জাতকদের রক্তে রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বিনয়ী হোন। তাদের বোঝার জন্য অনেকেই সময় ও ব্যবহার করে থাকেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকারা ভীষণ কেয়ারিং। আশেপাশের সবাইকে সম্মান করা ও তাদের সব ব্যাপারে খোঁজখবর নেওয়া স্বভাব। শাশুড়িদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য খুব কঠিন চেষ্টা করবে। পরিবারের সমস্ত অনুষ্ঠান, উদযাপন, পিকনিক ও ক্রিয়াকলাপে সকলকে আনন্দ দিতে ভালোবাসেন। মানসিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। শাশুড়ির সঙ্গে বেশি সময় ব্যয় করতে পারেন। সম্পর্কগুলি শক্তপোক্ত করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েন তাঁরা।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা শাশুড়িদের সঙ্গে ভালোভাবেই মিশতে পারেন। শাশুড়ির মনের মতো ও কাজকে নিয়ে প্রশংসা করতে দ্বিধাগ্রস্ত হননা। শাশুড়ির সবদিক দেখাশোনা করা,কোন দিকে বেশি সাফল্য পেতে পারেন, কাজে সাহায্য করতে উদ্যত হন তাঁরা। সিংহ রাশির জাতক-জাতিকারা শাশুড়ির কোনও জিনিসে সুখ-খুশিতে থাকতে পারবে, তার প্রচেষ্টা চালিয়ে যান।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারা সাধারণত স্পষ্টবাদী। শাশুড়িদের সঙ্গে খুব ভালো সম্পর্ক স্থাপন করতে ব্যস্ত থাকেন তাঁরা। শাশুড়ির সঙ্গে সম্পর্কগুলি দাবি রাখতে ভালোবাসেন।শাশুড়ির প্রসংসায় পঞ্চমুখ। তবে শাশুড়িও ঘরের ছেলের মতোন আগলে রাখতে ভালোবাসেন। শাশুড়ির শখের প্রতি আগ্রহ কী কী তা জানার চেষ্টা করবেন আপনি। শাশুড়ি-জামাইয়ের জুটি সেরার তকমা পান এই রাশির জাতক-জাতিকারাই। সবক্ষেত্রেই নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন।