Venus Transit 2023: ২ দিন পরই তুলায় শুক্র গোচর, ধনসম্পদের বৃষ্টিতে ভিজবেন কোন ৪ রাশি?

Zodiac Signs: শুক্র গ্রহের রাশি বদলের ফলে রাশির জাতক-জাতিকাদের হাতে আসবে অনেক টাকা-পয়সা। শুক্র যে রাশির উপর অবস্থান করে, সেই রাশির জাতক-জাতিকারা রাজার হালে জীবন কাটান। ২৩ দিন ধরে শুক্র একটি রাশির উপর অবস্থান করে। ২৩ দিন পর, ফের একটি রাশিতে গমন করে।

Venus Transit 2023: ২ দিন পরই তুলায় শুক্র গোচর, ধনসম্পদের বৃষ্টিতে ভিজবেন কোন ৪ রাশি?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 6:20 PM

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র হল সব গ্রহের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রহ। এই হল সম্পদ, গৌরব ও সমৃদ্ধির প্রতীক। জ্যোতিষ মতে, নির্দিষ্ট নিয়ম মেনে প্রতি মাসে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করে। যার ফলে প্রতিটি রাশির উপরই নেতিবাচক ও ইতিবাচক প্রভাব বিস্তার করে। শুক্র গ্রহের রাশি বদলের ফলে রাশির জাতক-জাতিকাদের হাতে আসবে অনেক টাকা-পয়সা। শুক্র যে রাশির উপর অবস্থান করে, সেই রাশির জাতক-জাতিকারা রাজার হালে জীবন কাটান। ২৩ দিন ধরে শুক্র একটি রাশির উপর অবস্থান করে। ২৩ দিন পর, ফের একটি রাশিতে গমন করে। জ্যোতিষ নিয়ম মেনে শুক্র কন্যা রাশি থেকে গমন করে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে।

পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ২৭ নভেম্বর তুলা রাশিতে গমন করতে চলেছে সম্পদের গ্রহ। বর্তমানে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে। সাধারণত, শুক্র একটি রাশিতে ২৩ দিন ধরে অবস্থান করে। এর অর্থ হল, যে রাশিতে অবস্থান করে, সেই রাশি শুক্রের প্রভাবে ২৩ দিন ধরে ভাগ্য উজ্জ্বল হয়ে থাকে। তুলায় শুক্রের গোচরের প্রভাবে কোন কোন রাশির ভাগ্য সোনার মত চমকাবে, তা জেনে নিন এখানে…

বৃষ রাশি: তুলায় শুক্রের গমনের ফলে এই রাশির জাতকদের উপর খুব ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। বৃষ রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছেন। সব কাজেই বাবার সহযোগিতা পাবেন। ব্যবসায় অগ্রগতি ও আয়ের লাভবান হবেন। ব্যবসায় অর্থ বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি যে কাজই করেন কেন , তাতেই সোনার ফসল ফলাবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য আসন্ন সময় দারুণ কাটতে চলেছে। স্বপ্নের বাড়ি বা সম্পত্তি কিনতে চান তাহলে এই সময়টি আপনার জন্য অনুকূল হতে চলেছে৷  ব্যবসায় দুর্দান্ত ফল  পেতে চলেছেন৷ সবদিক থেকে আর্থিক লাভ করবেন আপনি। আর্থিক বিনিয়োগ করলে আখেরে লাভবান হবেন আপনিই। দাম্পত্য জীবনে কিছু সুখবর পেতে পারেন।

তুলা রাশি: শুক্রের গোচরের ফলে তুলা রাশির জাতক-জাতিকারা সর্বাধিক সুবিধা পেতে চলেছেন। সব কাজেই সাফল্য পেতে চলেছেন আপনি। পরিবারে হাসি-খুশির পরিবেশ বজায় থাকবে। পূর্বপুরুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: তুলা রাশিতে শুক্রের গমনের জেরে আচরে পড়বে এই রাশির উপরও। সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাঁদের জন্য শুভসময়। একটু পরিশ্রম করলেই সফলতা পেতে পারেন। কাজের সূত্র ধরে বেড়াতে যেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ক ব্যালেন্স এবং অর্থ সঞ্চয়ও বাড়তে পারে আপনার। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বা কোনও তীর্থস্থানে যেতে পারেন।