Encounter: ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জওয়ানের মৃত্যুর বদলা, উপত্যকায় এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি

Jammu kashmir: শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার শুরু হয়। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি।

Encounter: ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জওয়ানের মৃত্যুর বদলা, উপত্যকায় এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি
জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 7:39 AM

শ্রীনগর: শুক্রবারই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন তিন সেনা জওয়ান (Army Jawan)। এবার তার বদলা নিল নিরাপত্তা বাহিনী। শনিবার জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) রাজৌরি জেলায় এনকাউন্টারে (Encounter) এক জঙ্গিকে (Terrorist) নিকেশ করল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার অভিযান শুরু হয়।

সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার শুরু হয়। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এখনও অবধি এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও।

এর আগে, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলাতেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল নিরাপত্তা বাহিনীর। কুলগামের হালান জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় পিছন থেকে হামলা করে জঙ্গিরা। ওই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হন, পরে চিকিৎসা চলাকালীন তিনজনেরই মৃত্যু হয়।