Bus Accident: হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে স্টিয়ারিং, রেলিং ভেঙে বরাকর নদীতে ছিটকে পড়ল বাস, মৃত কমপক্ষে ৩

Accident: এখনও অবধি তিন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাসের বহু যাত্রী ডুবে গিয়েছেন বলেই জানা গিয়েছে। কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, বেশ কয়েকজন যাত্রীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

Bus Accident: হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে স্টিয়ারিং, রেলিং ভেঙে বরাকর নদীতে ছিটকে পড়ল বাস, মৃত কমপক্ষে ৩
নদী থেকে বাসটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 8:30 AM

রাঁচি: মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মর্মান্তিক পরিণতি তীর্থযাত্রীদের। শনিবার বরাকর নদীতে (Barakar River) পড়ে গেল একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বহু যাত্রী জলে ডুবে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। যে কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার ঝাড়খণ্ডের রাঁচি (Ranchi) থেকে গিরিডির (Giridih) দিকে যাচ্ছিল বাসটি। মধ্য়রাতে বাসটি যখন দুমরি গ্রাম পার করছিল, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্রিজ ভেঙে বাসটি বরাকর নদীতে ৫০ ফুট গভীরে পড়ে যায়। দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি তিন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাসের বহু যাত্রী ডুবে গিয়েছেন বলেই জানা গিয়েছে। কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, বেশ কয়েকজন যাত্রীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। বাসে মোট কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গিরিডির বিধায়ক সুধিয়া কুমার ও ডিসি নমন প্রিয়েস লাকরা।  মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনও উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি টুইট করে লেখেন, “অত্য়ন্ত দুঃখজনক একটি দুর্ঘটনার খবর পেলাম। রাঁচি থেকে গিরিডিগামী একটি বাস বরাকর নদীতে দুর্ঘটনার মুখে পড়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।”