Joe Biden: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও
US President's India Visit: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিটের মূল অনুষ্ঠান। ওই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নয়া দিল্লি: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে আসছেন জো বাইডেন (Joe Biden)। আগামী ৭ সেপ্টেম্বর তিনি ভারতে (India Visit) আসবেন। জি-২০-র বৈঠকের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য়, জি-২০ সদস্য হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটাই প্রথম ভারত সফর।
এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিটের মূল অনুষ্ঠান। ওই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানান, প্রেসিডেন্ট বাইডেন এই সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী। জি-২০ লিডার্স সামিটের সদস্য় হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।
বিগত কয়েক বছরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতিই মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গত জুন মাসেই প্রথমবার মার্কিন স্টেট ভিজিটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানানোর জন্য হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এটাই কোনও দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে সর্বোচ্চ যোগদানের সংখ্যা।