Mayor Suspend: পাশে বসে মেয়র, ঘুষ নিচ্ছেন স্বামী! মুখ পুড়তেই মেয়রকে সাসপেন্ড করল গেহলট সরকার
Rajasthan Government: অভিযোগ, জমির লিজ পাইয়ে দেওয়ার নাম করে সুশীল গুর্জর ২ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। বাড়িতে বসেই তিনি ঘুষ নিচ্ছিলেন এবং সেই সময় খোদ মেয়রও উপস্থিত ছিলেন।
জয়পুর: জমির লিজ পাইয়ে দেবেন, তার বদলে দিতে হবে মাত্র ২ লক্ষ টাকা। ঘুষ (Bribe) নিচ্ছেন আবার খোদ মেয়রের স্বামীই! এই খবর জানতে পেরেই কঠোর পদক্ষেপ করল সরকার। রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হল মেয়র(Mayor)-কে। শনিবার রাতেই রাজস্থান সরকার (Rajasthan Government) জয়পুরের হেরিটেজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র মুনেশ গুর্জরকে সাসপেন্ড করে। তাঁর স্বামী সুশীল গুর্জরকে ঘুষ নেওয়ার অভিযোগে ওই দিনই গ্রেফতার করে অ্যান্টি-কোরাপশন ব্যুরো।
জয়পুরের হেরিটেজ কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের মেয়র ছিলেন মুনেশ গুর্জর। তাঁর স্বামীর বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, জমির লিজ পাইয়ে দেওয়ার নাম করে সুশীল গুর্জর ২ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। বাড়িতে বসেই তিনি ঘুষ নিচ্ছিলেন এবং সেই সময় খোদ মেয়রও উপস্থিত ছিলেন। অ্যান্টি-কোরাপশন ব্য়ুরো বা দুর্নীতি দমন বিভাগ মেয়রের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করে।
এই ঘটনার পরই রাতারাতি গেহলট সরকারের তরফে নির্দেশ জারি করে ওই মেয়রকে সাসপেন্ড করা হয়। সাসপেনশন অর্ডারে উল্লেখ করা হয়েছে, ঘুষ কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন মেয়র। তদন্ত যাতে কোনওভাবে প্রভাবিত না হয়, তার জন্যই সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্নীতি দমন বিভাগ মেয়রের স্বামী সুশীল গুর্জরের পাশাপাশি নারায়ণ সিং ও অনিল দুবে নামক আরও দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
সম্প্রতিই লাল ডায়েরি নিয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস সরকার। এবার মেয়রের স্বামী ধরা পড়লেন ঘুষ নিতে গিয়ে। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। তার আগে একের পর এক দুর্নীতির ইস্যুতে আরও চাপে পড়ছে গেহলট সরকার।