Assam: অসমের পাথারকান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১০ ছট পুজো পুণ্যার্থী
Road Accident, দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লরির চালক ভয়াবহ গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ে ছট পুজোর যাত্রী বোঝাই অটোটি সামনে চলে আসে। মারত্মক গতির কারণে লরি চালক নিয়ন্ত্রন রাখতে না পেরে অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে।
অসম: উৎসবের আবহে খারাপ খবর। অসমে অটো ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ১০ জন ছট পুজো (Chhath Puja) পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অসম (Assam) ও ত্রিপুরা (Tripura) সীমান্তের নিকট করিমগঞ্জ জেলার (Karimganj) পাথারকান্দিতে ৮ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া অটোর ১০ জন যাত্রী ছট পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন, তারা সকলেই মারা গিয়েছেন। জানা গিয়েছে, ৯ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, অন্য আরেকজন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
“এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। ছট পুজোর অনুষ্ঠান শেষের পর তাঁরা অটো রিক্শা করে নিজেদের বাড়িতে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে অটোর ৯ জন যাত্রী মারা গিয়েছেন। একজনকে আশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।” একজন পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন। যে ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গিয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছেন।
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লরির চালক ভয়াবহ গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ে ছট পুজোর যাত্রী বোঝাই অটোটি সামনে চলে আসে। মারত্মক গতির কারণে লরি চালক নিয়ন্ত্রন রাখতে না পেরে অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার পরই লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। টুইটে অসম সরকারে আবগারি ও বন দফতরের মন্ত্রী পরিমল শুক্লা বৈদ্য মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। মন্ত্রীর আশ্বাস দ্রুত অভিযুক্ত লরি চালককে আটক করা হবে।
আরও পড়ুন Maharastra: টিকা দিলেই মিলবে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, করোনা রোধে অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের