Cheating in Exam: পরীক্ষায় টুকলি করলে এবার ১০ বছর পর্যন্ত জেল, জরিমানা ১ কোটি!

অ্যান্টি চিটিং বিল নিয়োগের পরীক্ষা নেওয়া বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ইউপিএসসি, এসএসসি, আরআরবি, ব্যাঙ্কিং পার্সোনাল টেস্ট, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা। পরীক্ষা হলে অসাধুতার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, ভুয়ো নিয়োগপত্র, চাকরির জন্য ভুয়ো প্রক্রিয়ায় যাঁরা জড়িত থাকবে নতুন বিলে তাঁদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা।

Cheating in Exam: পরীক্ষায় টুকলি করলে এবার ১০ বছর পর্যন্ত জেল, জরিমানা ১ কোটি!
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Updated on: Feb 07, 2024 | 4:56 PM

নয়াদিল্লি: নিয়োগ এবং অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় প্রতারণা রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরনের অসাধুতার আশ্রয় বন্ধ করতে তৎপর কেন্দ্র। কোনও পরীক্ষার্থী যদি নিয়োগের পরীক্ষায় অসৎ পদ্ধতি অবলম্বন করে তাঁর ৩-১০ বছর পর্যন্ত জেল হতে পারে। নিয়োগ এবং ভর্তির পরীক্ষায় স্বচ্ছ্বতা আনতেই এই পদক্ষেপ হবলে জানা যাচ্ছে। এ নিয়ে একটি বিলও সংসদে পেশ করেছে সরকার।

অ্যান্টি চিটিং বিল নিয়োগের পরীক্ষা নেওয়া বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ইউপিএসসি, এসএসসি, আরআরবি, ব্যাঙ্কিং পার্সোনাল টেস্ট, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা। পরীক্ষা হলে অসাধুতার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, ভুয়ো নিয়োগপত্র, চাকরির জন্য ভুয়ো প্রক্রিয়ায় যাঁরা জড়িত থাকবে নতুন বিলে তাঁদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। এই সব কাজের জন্য কঠোর শাস্তির প্রস্তাবনা রয়েছে বিলে। কাউকে প্রতারণায় সাহায্য করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে। এমনকি এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

সরকারি চাকরির পরীক্ষায় এখন কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয় আবেদনকারীদের। অল্প কিছু শূন্যপদের জন্য লক্ষাধিক জন আবেদন করেন। প্রবল প্রতিযোগিতার মুখোমুখি হয়ে চাকরি পাওয়া সোজা কাজ নয়। তাই অনেকেই অসাধু উপায় অবলম্বন করে থাকেন। সেই অসাধু উপায় রুখতেই নতুন বিল আনল কেন্দ্রে।