Cyber Fraud in India: ২০২৩ সালে শুধু সাইবার প্রতারণায় কত টাকা ভারতবাসী খুইয়েছেন জানেন

সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দেশের বিভিন্ন প্রান্তেই চলে সচেতনতা প্রচার। কিন্তু তার পরই সাইবার প্রতারকদের খবরে পড়েছেন লক্ষাধিক ভারতবাসী। কেন্দ্রীয় মন্ত্রকে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর গোটা দেশে সাইবার প্রতারণা সংক্রান্ত ১১ লক্ষ ২৮ হাজার ২৬৫টি অভিযোগ দায়ের হয়েছে।

Cyber Fraud in India: ২০২৩ সালে শুধু সাইবার প্রতারণায় কত টাকা ভারতবাসী খুইয়েছেন জানেন
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 07, 2024 | 4:35 PM

নয়াদিল্লি: সাইবার প্রতারণার জেরে গত বছর কোটি কোটি টাকা হারিয়েছেন ভারতীয়রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার সংসদে জানিয়েছে, গত বছর ভারতীয়রা ৭,৪৮৮.৬ কোটি টাকা হারিয়েছে সাইবার প্রতারণায়। সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দেশের বিভিন্ন প্রান্তেই চলে সচেতনতা প্রচার। কিন্তু তার পরই সাইবার প্রতারকদের খবরে পড়েছেন লক্ষাধিক ভারতবাসী। কেন্দ্রীয় মন্ত্রকে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর গোটা দেশে সাইবার প্রতারণা সংক্রান্ত ১১ লক্ষ ২৮ হাজার ২৬৫টি অভিযোগ দায়ের হয়েছে।

কোন রাজ্যে প্রতারণা হয়েছে বেশি?

দেশের বিভিন্ন রাজ্যেই সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে গত এক বছরে। তবে সব থেকে বেশি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। ৯৯০.৭ কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এর পর রয়েছে তেলঙ্গানা। সেখানে প্রতারণায় খোয়া যাওয়া টাকার অঙ্ক ৭৫৯.১ কোটি টাকা। উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং গুজরাটেও প্রতারণার অঙ্ক বিপুল। এই চার রাজ্যে সাইবার প্রতারণা হয়েছে যথাক্রমে ৭২১.১ কোটি, ৬৬১.২ কোটি, ৬৬২.১ কোটি এবং ৬৫০.৫ কোটি টাকা।

সাইবার প্রতারণার শিকার হলে মানুষ যাতে সহজেই অভিযোগ দায়ের করতে পারে, সে ব্যবস্থাও সরকারের তরফে করা হয়েছে। এ জন্য ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ লঞ্চ করা হয়েছে। সেখানে গিয়ে সহজেই দায়ের করা যাবে সাইবার প্রতারণা সংক্রান্ত মামলা।