Dev Viral Controversy: ৩০ শতাংশ কমিশন! অডিয়ো ভাইরাল হতেই দিল্লি থেকে মুখ খুললেন দেব

Viral Audio Clip: রাজধানী দিল্লিতে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, 'আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।'

Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 6:27 PM

নয়া দিল্লি: লোকসভা ভোটের যখন জোর প্রস্তুতি চলছে বাংলায়, তখন এক ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বেজায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। ভাইরাল ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। ভাইরাল ওই ক্লিপে এক ব্যক্তি বলছেন, ‘দেব আমার থেকে তাঁর এমপিল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন চাইছেন।’ বিষয়টি ওই ব্যক্তি ‘দিদি’কে বলেছেন বলেও দাবি করছেন। সঙ্গে তিনি এও বলেছেন, ‘দিদি জেনেও ওকে সাপোর্ট করেছেন, কারণ ওকে রাজনীতিতে প্রয়োজন।’ এমন সব বিস্ফোরক দাবি করা হয়েছে ওই ভাইরাল অডিয়ো ক্লিপে। আর এসবের মধ্যেই ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে মুখ খুলেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবও।

রাজধানী দিল্লিতে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’ অর্থাৎ, এই ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ ঘাটালের সাংসদ।

কিন্তু কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে এই ভাইরাল অডিয়ো ক্লিপে? এটা কি প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুইয়ের? যদিও তা অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক। টিভি নাইন বাংলার তরফে শঙ্কর দোলুইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এই বিতর্ক প্রসঙ্গে। তিনি অবশ্য বলছেন, এই বিষয়টি তাঁর অজানা। জানালেন, ‘দেবের এমপিল্যাডও আমি দেখিনি। কোথাও কোনও চক্রান্ত থাকতে পারে। এ নিয়ে আমার কোনও মতামত নেই।’

এদিকে এই বিতর্কের আবহে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টলিপাড়ার অপর এক অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় খোঁচা দিয়ে বলেন, ‘ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন, ওনার কাছে গেলে ৩০ শতাংশ না দিলে উনি কাজ করতে দেন না।’