COVID-19 Cases in Bengaluru: মেডিকেল কলেজের পর এবার নার্সিং কলেজেও করোনার হানা, আক্রান্ত ১২ পড়ুয়া
COVID-19 Cases in Nursing College: কলেজ সূত্রে জানা গিয়েছে, যে ১২ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে, তারা সকলেই প্রথম বর্ষের পড়ুয়া। বাকি ১১ জনের করোনা টিকা নেওয়া হয়ে গেলেও একজন পড়ুয়ার জুন মাসেই করোনা হওয়ায়, সে এখনও টিকা নেয়নি।
বেঙ্গালুরু: মেডিকেল কলেজের পর এবার নার্সিং কলেজ(Nursing College)-এও হানা দিল করোনা (COVID-19)। বেঙ্গালুরু(Bengaluru)-র একটি নার্সিং কলেজে একইসঙ্গে করোনা আক্রান্ত হলেন ১২ জন পড়ুয়া, এদের মধ্যে ৯ জনেরই সংক্রমণের যাবতীয় উপসর্গ দেখা গিয়েছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগে রাজ্য় প্রশাসন।
শুক্রবারই কর্নাটক(Karnataka)-র একটি মেডিকেল কলেজে পড়ুয়া ও শিক্ষাকর্মী সহ মোট ১৮২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। সেই পরিস্থিতি সামাল দিতে না দিতেই নতুন করে একটি নার্সিং কলেজেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলল। বেঙ্গালুরুর মারাসুরের স্পূর্তি কলেজের নার্সিং পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত ১২ জন পড়ুয়ার মধ্যে ১১ জনই করোনা টিকার দুটি ডোজ় নিয়েছিলেন।
কলেজ সূত্রে জানা গিয়েছে, যে ১২ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে, তারা সকলেই প্রথম বর্ষের পড়ুয়া। বাকি ১১ জনের করোনা টিকা নেওয়া হয়ে গেলেও একজন পড়ুয়ার জুন মাসেই করোনা হওয়ায়, সে এখনও টিকা নেয়নি। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতি ১৫ দিন অন্তরই প্রত্যেক পড়ুয়া ও কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই এই ১২ জন পড়ুয়ার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত পড়ুয়াদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের সহ কলেজের সমস্ত পড়ুয়াদেরই করোনা পরীক্ষা করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ এম কোকিলা জানান, বিগত দুই মাস ধরেই আমরা ক্য়াম্পাসে করোনা পরীক্ষা বাধ্যমূলক করা হয়েছে। এখনও অবধি সাতবার সমস্ত পড়ুয়া ও শিক্ষাকর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। যাবতীয় করোনাবিধিও অনুসরণ করে চলা হচ্ছে।