Bihar Witchcraft: ডাইনি অপবাদে রীতাকে পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা, মহিলা-সহ গ্রেফতার ১৪

Crime News: রবিবার তফসিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রীতা দেবী নামের ওই মহিলাকে ডাইনি অপবাদে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল স্থানীয় গ্রামবাসীদের একাংশ।

Bihar Witchcraft: ডাইনি অপবাদে রীতাকে পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা, মহিলা-সহ গ্রেফতার ১৪
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 3:40 PM

পটনা: বিহারে ডাইনি অপবাদে (Witchcraft) ৪৫ বছর বয়সী এক মহিলাকে পু়ড়িয়ে মারার অপরাধে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগে মোট ৬০ জনের নাম ছিল। ডাইনি সন্দেহে ওই মহিলাকে পুড়িয়ে মারার পাশাপাশি তাঁর পরিবারকেও মারধরের অভিযোগ উঠেছিল। বিহারের গয়াতে ৫ নভেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ধৃতদের মধ্যে ৯ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে খবর ধৃত সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশ যখন আক্রান্ত মহিলাকে উদ্ধার করতে গিয়েছিল, তখন ধৃতরা রাস্তা অবরোধ করে পুলিশের কাজে বাধা দিয়েছে।

রবিবার তফসিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রীতা দেবী নামের ওই মহিলাকে ডাইনি অপবাদে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাঁর পরিবারকেও বেধড়ক মারধর করা হয়। রীতাদেবীর পরিবারের তরফে গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার, বয়ান রেকর্ডের জন্য নিহত রীতাদেবীর বাড়িতে আসে পুলিশ। তাঁর পরিবার ও অন্যান্য সাক্ষীদের বয়ান রেকর্ড করার জন্য সেখানে গিয়েছিল পুলিশ। স্থানীয় এসএসপি হরপ্রীত কৌর জানিয়েছেন, এই ঘটনায় সব মিলিয়ে মোট ৬৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।

এই ঘটনা প্রসঙ্গে এসএসপি বলেন, “এই ঘটনা জড়িতে পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের তরফে মৃতার পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারই রীতাদেবীকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। তারপর তাঁখে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের চাপে তারা ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনায় ভারতীয় দণ্ড বিধির ৩০২ এবং ৪৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছিল। অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।