Minor Abuse: ১৫ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ স্কুলের কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে
Uttar Pradesh: নাবালিকার ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল সরকারি স্কুলের এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। ক্লাস নেওয়ার অছিলায় প্রায় ১৫ জন ছাত্রীকে ওই শিক্ষক হেনস্থা করেছেন বলে অভিযোগ। ছাত্রীদের অভিযোগ, তাদের গায়ে হাত বোলাতেন ওই শিক্ষক, অশ্লীল কথা বলতেন। অভিযোগ ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের গোপনাঙ্গেও একাধিক বার হাত দিতেন অভিযুক্ত শিক্ষক।

শাহজাহানপুর: ছাত্রীদের যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। সরকারি স্কুলের ওই কম্পিউটার শিক্ষক ১৫ জনেরও বেশি নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। যাদের মধ্যে অধিকাংশই দলিত। এই ছাত্রীরা সকলেই সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়ে। এমনকি দিনের পর দিন ছাত্রীদের হেনস্থা করার পরও ওই স্কুলের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক অভিযুক্তকে মদত জুগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহাজানপুরের তিলহার এলাকার একটি গ্রামের সরকারি স্কুলে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। ওই স্কুলের অভিযুক্ত কম্পিউটার শিক্ষক, প্রধান শিক্ষক ও অপর সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নাবালিকার ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল সরকারি স্কুলের এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। ক্লাস নেওয়ার অছিলায় প্রায় ১৫ জন ছাত্রীকে ওই শিক্ষক হেনস্থা করেছেন বলে অভিযোগ। ছাত্রীদের অভিযোগ, তাদের গায়ে হাত বোলাতেন ওই শিক্ষক, অশ্লীল কথা বলতেন। কোনও কোনও ছাত্রীর অভিযোগ ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের গোপনাঙ্গেও একাধিক বার হাত দিতেন অভিযুক্ত শিক্ষক। সব জেনেও ওই স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। ঘটনা নিয়ে ওই জেলার শিক্ষা অধিকারিক বলেছেন, “অভিযোগ পাওয়ার পরই প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”
ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫২ এবং ১২০বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এর পাশাপাশি পকসো আইন ও এসসিএসটি আইনে মামলা দায়ের হয়েছে। যৌন হেনস্থায় মূল অভিযুক্ত কম্পিউটার শিক্ষক ও তাঁকে সাহায্য করায় অভিযুক্ত অপর দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিভাবকদের উপস্থিতিতে হেনস্থার শিকার হওয়া ছাত্রীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





