Trekker Missing: ছিটকুলে ট্রেকিং করতে গিয়েই মাঝপথে নিখোঁজ ২টি দল, মৃত্যু ৩ স্থানীয় যুবকের

Trekkers Missing in Uttarakhand: বুধবারই হিমাচল প্রদেশ (Himachal Pradesh) সরকারের এক আধিকারিক জানান, কিন্নর জেলা থেকে ট্রেকিং করতে আসা ১৭ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা প্রতিবেশী রাজ্য় উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) থেকে হিমাচল প্রদেশের ছিটকুলের (Chitkul) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

Trekker Missing: ছিটকুলে ট্রেকিং করতে গিয়েই মাঝপথে নিখোঁজ ২টি দল, মৃত্যু ৩ স্থানীয় যুবকের
আটকে পড়া বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার করে আনা হচ্ছে। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 3:14 PM

উত্তরকাশী: অভিজ্ঞতা অর্জনের জন্যই পাহাড়ে ট্রেকিং (Trekking) করতে গিয়েছিল বন্ধুরা মিলে। কিন্তু সেই পাহাড়েই যে বিপদ অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। উত্তরাখণ্ডে(Uttarakhand)  ট্রেকিং করতে গিয়েই নিখোঁজ হয়ে গেল ১৭জনের একটি দল। এদের মধ্যে ৭ জন বাঙালি রয়েছেন বলেও জানা গিয়েছে। অন্য়দিকে, ১১ জনের একটি দলও ছিটকুল যাওয়ার পথেই নিখোঁজ হয়ে গিয়েছে। এ দিন সকালে ওই দলের একজনের খোঁজ  মিলেছে।

বুধবারই হিমাচল প্রদেশ (Himachal Pradesh) সরকারের এক আধিকারিক জানান, কিন্নর জেলা থেকে ট্রেকিং করতে আসা ১৭ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা প্রতিবেশী রাজ্য় উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) থেকে হিমাচল প্রদেশের ছিটকুলের (Chitkul) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গত ১৪ অক্টোবর হারশিল থেকে রওনা দিলেও ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, তারই মাঝে লামখাঙ্গা পাসের কাছে তাঁরা নিখোঁজ হয়ে যান।

কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানান, পুলিশ ও বন বিভাগ নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে। যে জায়গা থেকে তারা নিখোঁজ হয়ে গিয়েছেন, সেখানে একটি কুইক রেসপন্স টিমও পাঠানো হয়েছে।

এদিকে, ইন্দো-চিন সীমান্তে আইটিবিপি জওয়ানের সঙ্গে তিন মালবহনকারীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সীমান্ত ধরে দীর্ঘ পথে নজরদারি চালানোর জন্য যাত্রা শুরু করেছিল আইটিবিপির জওয়ানরা। তাদের সঙ্গেও ওই স্থানীয় তিন যুবকর গিয়েছিল মাল বহনের জন্য। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই তারা নিখোঁজ হয়ে যায়।

জানা গিয়েছে, ঝড়ের মাঝে ক্যাম্পে ফেরার পথেই তারা পথ হারিয়ে ফেলে এবং বাকি আইটিবিপির জওয়ানদের থেকে আলাদা হয়ে যান। সোমবার নীলাপানিতে আইটিবিপির ক্যাম্পে পৌঁছানোর কথা থাকলেও মঙ্গলবার বিকেল অবধি ভারী তুষারপাতের জেরে তারা না ফেরায় স্থানীয় প্রশাসনে খবর দেওয়া হয়। এরপরই বিপর্যয় মোকাবিলা দফতর ও ভারতীয় বায়ুসেনাকে খবর দেওয়া হয় উদ্ধারকার্যের জন্য।

আইটিবিপির ১২ নম্বর ব্যাটেলিয়নের তরফে বুধবার ওই তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানানো হয়, বরফের নীচে চাপা পড়েই তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালেই একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে দেহগুলি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য।

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১১ সদস্যের আরও একটি ট্রেকারের দলও ছিটকুল যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছে। গত ১১ অক্টোবর উত্তরকাশী থেকে আটজন ট্রেকার ও তিনজন রাঁধুনী ছিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ১৯ অক্টোবর তাদের ছিটকুল পৌঁছানোর কথা ছিল। মঙ্গলবারও তাঁরা ছিটকুলে না পৌঁছানোয় ট্রেকিং সংস্থার তরফে উত্তরকাশী বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেওয়া হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এসডিআরএফের একটি দল উদ্ধারকার্যে রওনা দিয়েছে। হেলিকপ্টারের সাহায্যে তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিন সকালে জানা যায়, ১১ দলের যে দলটি নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজনের খোঁজ মিলেছে। মিঠুন দারি নামক ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন: ফের চালু হচ্ছে প্যান্ট্রি কার পরিষেবা, ছাড়পত্র দিল রেল