Murder Case: সেক্স করতে চায়নি প্রেমিকা, কাঁচি দিয়ে গলা ফালাফালা করল লিভ-ইন সঙ্গী!
Crime News: অভিযুক্ত যুবক প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জেদ করে। কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে প্রেমিকা বাধা দেন। এতেই রেগে যায় ওই যুবক। হাতের সামনে থাকা কাঁচি দিয়ে গলায় একের পর এক কোপ বসাতে শুরু করে। নিমেষেই রক্তগঙ্গা বয়ে যায় ঘরে। প্রেমিকার মৃতদেহের সামনে কিছুক্ষণ বসে থাকে অভিযুক্ত। এরপর হুঁশ ফিরতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
ইন্দোর: লিভ-ইনে থাকেন। প্রেমিকার শরীরের উপরে অধিকার তাঁরই…। এমনটাই চিন্তাভবনা ছিল বছর চব্বিশের প্রবীণের। সেই কারণেই নিজের ইচ্ছামতো যৌনক্রিয়ায় মেতে ওঠার দাবি জানাত। অধিকাংশ সময়ই মাথা নত করে তা মেনেও নিত প্রেমিকা। কিন্তু হঠাৎ একদিন বেঁকে বসে প্রেমিকা। ক্লান্ত থাকায় প্রেমিকের সঙ্গে ওই রাতে আর শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়নি। এতেই রেগে আগুন যুবক। রাগের বশে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন। সোজা প্রেমিকার গলায় বসিয়ে দিলেন কাঁচি। একের পর এক কোপ বসালেন। ফিনকি দিয়ে উঠল রক্ত।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরে। বুধবার ২০ বছরের এক যুবতীকে কুপিয়ে খুন করে তাঁর প্রেমিক। জানা গিয়েছে, ইন্সটাগ্রামে আলাপ হয়েছিল প্রবীণ সিং ধাকারের সঙ্গে (২৪)। সেখান থেকেই প্রেম, মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁরা বাড়ি ভাড়া নিয়ে লিভ-ইনে থাকতে শুরু করে।
গত ৭ ডিসেম্বর অভিযুক্ত যুবক প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জেদ করে। কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে প্রেমিকা বাধা দেন। এতেই রেগে যায় ওই যুবক। হাতের সামনে থাকা কাঁচি দিয়ে গলায় একের পর এক কোপ বসাতে শুরু করে। নিমেষেই রক্তগঙ্গা বয়ে যায় ঘরে। প্রেমিকার মৃতদেহের সামনে কিছুক্ষণ বসে থাকে অভিযুক্ত। এরপর হুঁশ ফিরতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে পালানোর আগে ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে যায়। প্রেমিকার ফোনও নিয়ে পালিয়ে যায় সে।
টানা কয়েকদিন ধরে ওই যুবকের মোবাইল নম্বর ট্রাক করে পুলিশ। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়।