Tamil Nadu : রাতে লাড্ডু, ভাত, রসম দিয়ে জমাটি নৈশভোজ, সকালে বিষক্রিয়ায় মৃত ৩ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ১১
Tamil Nadu : তামিলনাড়ুর এক চিলড্রেনস হোমে খাবারে বিষক্রিয়ায় মৃত ৩ শিশু। ১১ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
চেন্নাই : খাবার থেকে বিষক্রিয়ায় মৃত্য়ু হল তিন শিশুর। আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর তিরুপ্পুরে শিশুদের একটি হোমে এই ঘটনা ঘটেছে। রাতে ভাত, রসম ও লাড্ডু খেয়েছিল ওই শিশুরা। তারপর বমি ও আমাশার মতো কিছু লক্ষণ দেখা যায়। তারপরই মৃত্যু হয় ৩ শিশুর। বাকিরা অসুস্থ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পার ওই চিলড্রেনস হোমের ছেলেরা বুধবার রাতে রসম দিয়ে ভাত খেয়েছিল। শেষ পাতে ছিল লাড্ডুও। জানা গিয়েছে, তারপরই বেশ কয়েকজন ছেলে অসুস্থবোধ করে। তাদের কারোর কারোর বমি হয় এবং অনেকের আমাশার লক্ষণও দেখা যায়। রাত পেরিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে রুটিন মাফিক প্রাতঃরাশ করে। সকালের খাবার খাওয়ার পরই তাদের শারীরিক অবস্থার আরও অবনতি দেখা যায়। কেউ কেউ সংজ্ঞা হারিয়ে ফেলে। তারপরই তিন জন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবার থেকে বিষক্রিয়ার কারণেই এরকম ঘটনা ঘটেছে। তিরুপ্পুর জেলার কালেক্টর এস বিনীত হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের দেখতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য পাঠানোও হয়েছে। এই ঘটনায় গভীর তদন্তের নির্দেশ দিয়েছেন।