গোটা দেশটাই জঙ্গিদের কবলে, জঙ্গি চেনানোর কাজ ফুরলো মায়া, রুবি, ববিদের

২০১৯ থেকে কাবুল দূতাবাসের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল তাদের।

গোটা দেশটাই জঙ্গিদের কবলে, জঙ্গি চেনানোর কাজ ফুরলো মায়া, রুবি, ববিদের
এই সেই তিন কুকুর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 8:17 PM

নয়া দিল্লি: আফগান রাজধানীতে তালিবানের (Taliban) দখলদারি শুরু হওয়ার পর থেকেই তৎপরতার সঙ্গে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলছে। দূতাবাসের আধিকারিক থেকে শুরু করে নিরাপত্তার কাজে মোতায়েন থাকা ইন্দো-টিবেটিয়ান বাহিনী বা আইটিবিপি (ITBP) জওয়ানদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তবে শুধু ভারতীয় আধিকারিকরাই নন, নিরাপত্তার দায়িত্বে থাকা তিন স্নিফার ডগকেও ফিরিয়ে আনল ভারত। বিগত দু’বছর ধরে কাবুলে ভারতীয় দূতাবাস পাহারা দেওয়ার কাজে যুক্ত ছিল এই তিন কুকুর। আইটিবিপির তরফে জানানো হয়েছে গন্ধ শুঁকে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ চিনতে কখনও ভিল করেনি এরা। মায়া, রুবি ও ববি নামে ওই তিন কুকুরকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবারই বিমানে এসে গাজিয়াবাদে এয়ার ফোর্সের ঘাঁটি হিন্দন এয়ারবেসে নেমেছে তারা।

মঙ্গলবার বায়ুসেনা বিমানে ফিরিয়ে আনা হয়েছে ৯৯ জন কমান্ডোকে। ভারতীয় দূতাবাসের পাহারায় ১৫০ আইটিবিপি জওয়ান মোতায়েন ছিলেন। তাঁদের সঙ্গেই থাকত এই মায়া, ববি আর রুবি। কার্যত কর্তব্যরত সব আইটিবিপি জওয়ানকে কাবুল থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আপাতত এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের।

আইটিবিপি-র মুখপাত্র বিবেক কুমার পাণ্ডে এ দিন বলেন, ‘কাবুল দূতাবাসের দায়িত্বে থাকা সব সেনা জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে। সঙ্গে অন্যান্য ভারতীয় ও তিন স্নিফার ডগকেও নিয়ে আসা হয়েছে।’ তিনি আরও জানান যে, জওয়ানদের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের সঙ্গে থাকা একে সিরিজের অস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, গ্যাজেট। বায়ুসেনার গ্লোবমাস্টার বিমানে ছিলেন ৯৯ জন জওয়ান ও আরও ২১ জন ভারতীয়। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে বায়ুসেনা বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের। প্রথমে গুজরাতের জামনগরে এয়ার ফোর্স বেসে নামানো হয় তাদের, পরে নিয়ে আসা হয় গাজিয়াবাদে।

তালিবানরা কাবুল দখলের পর ১৫ অগস্টের রাতেই আফগানিস্তানে উড়ে যায় দুটি ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। তাদের সঙ্গে যায় ইন্দো-টিবেটিয়ান বাহিনীর জওয়ানরাও। তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে ১৫ অগস্টের রাতে কোনও উদ্ধারকার্য শুরু করা যায়নি। এদিকে, ভারতীয় দূতাবাসের উপরও কড়া নজর রাখছিল তালিবানরা। কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়েও ঢোকার চেষ্টা করে তালিবানরা। পরের দিন রাতের মধ্যেই ফিরিয়ে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। পরে আরও একটি বায়ুসেনা বিমান যায় কাবুলে। প্রায় ২৫০০ মার্কিন বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে কাবুল বিমানবন্দরে। এছাড়াও আফগান নাগরিক, যারা অনুবাদক ও দূতাবাসের অন্যান্য কাজ করতেন, তাদেরও উদ্ধার করে আনা হচ্ছে। আরও পড়ুন: ভিডিয়ো: বন্দুক হাতে দাঁড়িয়ে ‘জুজু’ তালিবান, তোয়াক্কা না করেই প্রতিবাদ আফগান মহিলাদের