বক্সিং শিখতে গিয়ে প্রশিক্ষকেরই লালসার শিকার হলেন ১৪ বছরের কিশোরী
গত রবিবার মুম্বইয়(Mumbai)-র মুলুন্দে বক্সিং ক্লাসে গিয়েছিলেন ১৪ বছরের কিশোরী। ছুটির দিন থাকায় বেশ কিছুটা ফাঁকাই ছিল ক্লাবটি। এই সুযোগেই বছর ৩০-র ওই বক্সিং প্রশিক্ষক তাঁকে ধর্ষণ (Rape) করে।
মুম্বই: কথায় রয়েছে রক্ষকই ভক্ষক! এমনটাই হল মুম্বইয়ের ১৪ বছরের নাবালিকার সঙ্গে। আত্মরক্ষার জন্য বক্সিং ক্লাসে ভর্তি করেছিলেন মেয়েকে, কিন্তু প্রশিক্ষকেরই লালসার শিকার হবে মেয়ে, একথা কল্পনাও করতে পারেননি নাবালিকার পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই গত রবিবারও মুলুন্দের বক্সিং ক্লাসে গিয়েছিলেন ১৪ বছরের কিশোরী। ছুটির দিন থাকায় বেশ কিছুটা ফাঁকাই ছিল ক্লাবটি। এই সুযোগেই বছর ৩০-র ওই বক্সিং প্রশিক্ষক তাঁকে ধর্ষণ (Rape) করে। বক্সিং কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে পরিবার ও পুলিশকেও জানাতে বারণ করে সে।
আরও পড়ুন: নির্বাচনের মুখেই উদ্ধার ১ কোটি টাকার মাদক, গ্রেফতার ৪
দু’দিন চুপ থাকলেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ায় কিশোরীর মা-বাবা তাঁকে প্রশ্ন করলে শেষমেশ ভেঙে পড়ে ওই কিশোরী। সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই বুধবার নির্যাতিতাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। সেদিনই ওই প্রশিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনার কামব্যাক! ফিরতে পারে লকডাউন, চিন্তায় কেন্দ্র