Covid-19 Update: দেশে সামান্য কমল কোভিড আক্রান্তের সংখ্যা

Covid-19 Update: সামান্য কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৪১।

Covid-19 Update: দেশে সামান্য কমল কোভিড আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 12:29 PM

নয়া দিল্লি: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (Corona Infection)। ধীরে ধীরে হাজারের উপরের চলে গিয়েছে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। আজ পর্যন্ত মোট সক্রিয়া আক্রান্তের সংখ্যা হয়েছে ২০ হাজার ২১৯।

তবে গতকালের থেকে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৮২৩ জন। আজকের থেকে ১৮২ জন বেশি আক্রান্তের সংখ্যা। গতকাল ৫ জনের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছিল। তবে আজ কোনও মৃত্যুর খবর মেলেনি। প্রসঙ্গত, মার্চের শেষ থেকেই হঠাৎ করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে করোনা সংক্রমণ।

দেশের অনেক রাজ্যেই কম-বেশি আক্রান্ত হলেও কয়েকটি রাজ্যে তা উল্লেখযোগ্য ভাবে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেশি রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, হিমাচল প্রদেশে। দিল্লিতেও গত কয়েক দিনে অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। রাজধানীতে পরপর দু’দিনে ৪০০ ছাড়িয়েছে কোভিড সংক্রমণের সংখ্যা। দিল্লির স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের দিল্লিতে ৪২৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিল ৪১৬।