Online Fraud: ঘরে বসে অনলাইনে মুভি রেটিংয়ের কাজের অফার, ২৮ লক্ষ খোয়ালেন মহিলা

Online Fraud: অনলাইন জালিয়াতির শিকার গুরুগ্রামের এক মহিলা। ২৮ লক্ষ টাকা খোয়ালেন ওয়ার্ক ফ্রম হোম চাকরির ফাঁদে।

Online Fraud: ঘরে বসে অনলাইনে মুভি রেটিংয়ের কাজের অফার, ২৮ লক্ষ খোয়ালেন মহিলা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 11:15 AM

গুরুগ্রাম: বর্তমানে অনলাইনে জালিয়াতির ঘটনা যেন জলভাত হয়ে গিয়েছে। একটু সামলে পা না ফেললেই বিপদ। গোপন তথ্য থেকে শুরু করে টাকাও চলে যেতে পারে। এরকম আরও একটা ঘটনার খোঁজ মিলল গুরুগ্রামে। ওয়ার্ক ফ্রম হোমের লোভ দেখিয়ে এক মহিলার থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হল বলে জানা গিয়েছে। দিল্লি-এনসিআর এ গত তিনদিনে এই নিয়ে দ্বিতীয় ঘটনার খোঁজ মিলল।

মেহা শেঠি জালিয়াতির বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, গত বছর ডিসেম্বর তিনি একটি লিঙ্ক পান। চলচ্চিত্র সমালোচক হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। স্বনামধন্য আমেরিকান ব্র্যান্ড ‘অ্যালামো ড্রাফটহাউস সিনেমা’-র জন্য তাঁকে নিয়োগ করা হয়। এরপর লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে একটি ক্লোজড গ্রুপে জয়েন করেন তিনি। ওয়ার্ক ফ্রম হোম হওয়ায়, এই সুযোগ হাতছাড়া করতে চাননি মেহা। ডিসেম্বর থেকেই কাজ শুরু করেন তিনি।

মেহা অভিযোগ করেছেন, জালিয়াতরা একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল। তাঁকে সেই ওয়েবসাইটের ভুয়ো লগ-ইন তথ্য দিয়েছিল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবেই কাজ করে যাচ্ছিলেন তিনি। আর বেশি টাকা পাওয়ার লোভে অল্প অল্প করে টাকা পাঠাতে থাকেন মেহা। তাঁকে বলা হয়েছিল, কাজের জন্যই টাকা পাঠাতে হবে। সেই কথামতো টাকাও পাঠাচ্ছিলেন তিনি। পুলিশকে তিনি জানিয়েছেন, দু’ মাসে প্রায় ২৮.৪৪ লক্ষ টাকা দিয়েছেন তিনি। পরে সন্দেহ হওয়ার পুলিশের কাছে গোটা বিষয়টি খুলে বলেন মেহা। তারপর ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে গত বৃহস্পতিবারই প্রায় একই ঘটনায় এক মহিলার থেকে ১২ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তাঁকেও সিনেমায় রেটিং দিতে বলা হয়েছিল। এই নিয়ে এরকম দুই ঘটনার খোঁজ মিলল।