Newborn Death: হুঁশ নেই হাসপাতালের, প্রসূতি বিভাগ থেকে নবজাতক শিশুকে কামড়ে তুলে নিয়ে গেল কুকুর
Government Hospital: এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে হাসপাতালের ভিতরে কুকুর ঢুকে গেল এবং তা প্রসূতি বিভাগের ভিতর থেকে নবজাতক শিশুটিকে তুলে নিয়ে চলে এল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বেঙ্গালুরু: সরকারি হাসপাতালের অব্যবস্থার চিত্র ধরা পড়ল আরও একবার। হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। সদ্যজাতকে কামড়ে, মুখে করে ওয়ার্ড থেকে নিয়ে চলে গেল কুকুর! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Shivmoga) শিবমোগা জেলায়। হাসপাতালের কর্মীদের যতক্ষণে নজরে আসে যে কুকুরটি সদ্য়জাত শিশুকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে যায়। মৃত্যু হয় ওই নবজাতক শিশুর (Newborn)। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শিশুটির অভিভাবকদেরও। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কর্নাটকের শিবমোগা জেলায় একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে একটি নবজাতক শিশুকে বিছানা থেকে তুলে নিয়ে যায় কুকুরটি। কাপড়ে মোড়ানো ওই শিশুটিকে নিয়ে হাসপাতালের ইতিউতি ঘুরে বেড়ায় কুকুরটি। এরপরে হাসপাতালের নিরাপত্তারক্ষীর নজরে আসে পথ কুকুরের মুখে কিছু একটা ঝুলছে। তিনি সামনে যেতেই দেখতে পান, কুকুরের মুখে নবজাতক শিশু ঝুলছে। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর নিরাপত্তারক্ষীরা ওই কুকুরটির মুখ থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে ততক্ষণে শিশুটির মৃত্য়ু হয়েছিল বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে হাসপাতালের ভিতরে কুকুর ঢুকে গেল এবং তা প্রসূতি বিভাগের ভিতর থেকে নবজাতক শিশুটিকে তুলে নিয়ে চলে এল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কুকুরের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে নাকি আগেই হয়েছিল, তা এখনও জানা যায়নি। বর্তমানে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে মৃত শিশুটির অভিভাবকদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। পুলিশের তরফে স্বতপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। পুলিশের তরফে আশেপাশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলির গর্ভবতী মহিলাদের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে মৃত শিশুর অভিভাবকের খোঁজ পাওয়ার জন্য।