Encounter In Jammu & Kashmir : শান্তি ফেরাতে তৎপর নিরাপত্তা বাহিনী, একদিনে উপত্যকায় নিকেশ ৪ জঙ্গি

Encounter In Jammu & Kashmir : রবিবার উপত্যকায় দুটি পৃথক অভিযানে খতম করা হয়েছে ৪ জঙ্গিকে। তাদের মধ্য়ে একজন পাকিস্তানি বলে জানা গিয়েছে।

Encounter In Jammu & Kashmir : শান্তি ফেরাতে তৎপর নিরাপত্তা বাহিনী, একদিনে উপত্যকায় নিকেশ ৪ জঙ্গি
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 8:10 PM

শ্রীনগর : সম্প্রতি জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার খবর মিলছিল। সেই হামলায় প্রাণ গিয়েছিল সেখানকার সাধারণ নাগরিকের। জঙ্গি দমনে তৎপর হয়েছে নিরাপত্তা বাহিনী। রবিবার তার ফল মিলল হাতনাতে। নিরাপত্তা বাহিনীর অভিযানে এদিন খতম হয়েছে মোট ৪ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও কুলগাম জেলায় এদিন দুটি পৃথক অভিযান চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযানেই সফল হয়েছে নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে এদিন নিরাপত্তা বাহিনীর অভিযানে দু’জন জঙ্গি নিহত হয়েছে। মৃত এক জঙ্গি পাকিস্তানি বলে জানা গিয়েছে। লস্কর-ই-তৈবা (LeT) গোষ্ঠীর সঙ্গে তার যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গি সওকেত আহমেদ শেইখের থেকে খবর পেয়ে উত্তর কাশ্মীরের লোলাব এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই তল্লাশি অভিযানের সময়ই লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকাই নিরাপত্তা বাহিনীর এক সেনার দিকে গুলি ছোঁড়ে। সেনার পাল্টা গুলিতে নিহত হয় সেই জঙ্গি। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন যে এই মৃত জঙ্গি পাকিস্তানি ও লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। পরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির গুলির লড়াইয়ে আরও এক জঙ্গি নিকেশ হয় বলে জানানো হয়েছে।

এদিন দ্বিতীয় জঙ্গি নিকেশ অভিযানটি হয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগামের দামহাল হানজি পোরা এলাকায়। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে সেখানেও দু’জন জঙ্গি খতম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে একজন হ্যারিস শরেইফ নামের জঙ্গি লস্কর-ই-তৈবার (LeT) সঙ্গে ও অন্যজন জ়াকির প্যাডের জইশ-ই-মহম্মদের (JeM) যুক্ত। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, দু’দিন আগেই দুই জঙ্গিকে নিধন করেছে নিরাপত্তা বাহিনী। এই দুই জঙ্গিই কুলগামের স্কুল শিক্ষিকার খুনের সঙ্গে জড়িত ছিল।