Agnipath Protest: অগ্নিপথ বিক্ষোভের জেরে সঙ্কটে ৮০০ তীর্থযাত্রী! পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

Agnipath Protest: 'অগ্নিপথ' বিক্ষোভের জেরে বাতিল বহু ট্রেন। এর জেরে উত্তরপ্রদেশের বারাণসীতে আটকে পড়েছেন তেলঙ্গনার অন্তত ৮০০ জন তীর্থযাত্রী। তাঁদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

Agnipath Protest: অগ্নিপথ বিক্ষোভের জেরে সঙ্কটে ৮০০ তীর্থযাত্রী! পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী
বারাণসীর তীর্থযাত্রীদের পাশে জি কিষাণ রেড্ডি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 8:40 PM

হায়দরাবাদ: কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। গত সোমবারই এই প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে গত এক সপ্তাহ ধরে চলছে প্রতিবাদ আন্দোলন। বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গনার মতো বহু রাজ্যে এই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন রেলস্টেশন এবং রেলগাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটিয়েছে বিক্ষোভকারীরা। এই অবস্থায় গত তিনদিনে শয়ে শয়ে ট্রেন বাতিল করতে হয়েছে ভারতীয় রেল মন্ত্রককে। সেই সঙ্গে ভিন্ন পথ ধরে চালাতে হচ্ছে বেশ কয়েকটি রুটের ট্রেন। ফলে, বেড়াতে বা অন্য কোনও প্রয়োজনে নিজ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই। একই কারণে, তেলঙ্গনার অন্তত ৮০০ জন তীর্থযাত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে আটকে পড়েছেন। তবে, তাঁদের সহায় হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

সূত্রের খবর, বারানসী-সহ উত্তরভারতের বেশ কয়েকটি তীর্থ ভ্রমণে এসেছিলেন ওই তীর্থযাত্রীরা। কিন্তু, অগ্নিপথ নিয়ে হিংসাত্মক আন্দোলনের জেরে বারানসী থেকে ধানপুর-সেকেন্দরাবাদ শাখার ট্রেন বাতিল হয়েছে। ফলে, আটকে পড়েছেন তাঁরা। তাঁদের দুরবস্থার কথা জেনেই, দ্রুত ব্যবস্থা নিয়েছেন জি কিষাণ রেড্ডি। টুইট করে তিনি জানিয়েছেন, তীর্থযাত্রীদের কারোর চিন্তা করার কোনও কারণ নেই। তিনি বারাণসীর জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। আটকে পড়া তীর্থযাত্রীরা তাঁদের প্রয়োজনীয় সকল সহায়তা পাবেন। তাঁদের জেলাশাসকের কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের খাদ্য, ওষুধের পাশাপাশি তাঁদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে।

রবিবার (১৯ জুন), টুইটে তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশের বারাণসীতে ২টি তেলেগু রাজ্যের তীর্থযাত্রী/পর্যটকদের আটকে থাকার কথা শুনে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বারানসীর জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছেন। তাঁদের প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন এবং সমস্ত আটকে পড়া ব্যক্তিদের জেলাশাসকের (বারাণসী) কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। জেলাশাসকের কার্যালয় থেকেই সম্ভাব্য সমস্ত সহায়তা দেওয়া হবে।’

এর পাশাপাশি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও আটকে পড়া তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য চিঠি দিয়েছেন জি কিষাণ রেড্ডি।

কাশিতে অগ্নিপথ-বিরোধী আন্দোলনে যে ৮০০ তীর্থযাত্রী আটকে পড়েছেন তাঁরা প্রত্যেকেই তেলেঙ্গনারা কৃষ্ণা, গুন্টুর, কুর্নুল এবং ওঙ্গোলে জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বারানসী থেকেই তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, ট্রেন বাতিল হওয়ায় মহা সমস্যায় পড়েছেন তাঁরা। এই অবস্থায়, তাঁরা তেলেঙ্গনা রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। তাঁরা জানিয়েছেন গত শনিবারই তাঁদের ঘরে ফেরার কথা ছিল। কিন্তু, ট্রেন বাতিল হওয়ায় ফিরতে পারেননি। রাজ্য সরকার কোনও পদক্ষেপ করার আগেই রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের পাশে দাঁড়ালেন।