Priyanka Gandhi To Agnipath Protesters : ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কিন্তু থামবেন না,’ বিক্ষোভকারীদের ‘উসকানি’ প্রিয়াঙ্কার

Priyanka Gandhi : দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে এদিন কংগ্রেসের নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত থেকে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী দেশের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন, 'শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। কিন্তু থামবেন না।'

Priyanka Gandhi To Agnipath Protesters : 'শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কিন্তু থামবেন না,' বিক্ষোভকারীদের 'উসকানি' প্রিয়াঙ্কার
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 9:00 PM

নয়া দিল্লি : প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ প্রকল্প অগ্নিপথ নিয়ে সারা দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। এই নিয়োগ প্রকল্প নিয়ে দেশের যুব সমাজের মধ্যে সংশয় দেখা গিয়েছে। এদিকে যুব সমাজের পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগেছে বিরোধীরাও। গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে, কৃষি আইনের মতো এই প্রকল্পও প্রত্য়াহার করতে হবে কেন্দ্রকে। তবে আজ একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে তিন বাহিনীর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বহাল থাকছে ‘অগ্নিপথ’।

এদিন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বিক্ষোভ নিয়ে বলেছেন, ‘এই প্রকল্প দেশের যুব সমাজকে মেরে ফেলবে। সেনাদের ধ্বংস করে দেবে। অনুগ্রহ করে সরকারের উদ্দেশ্য দেখুন। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অহিংস পথে এটাকে উলটে দিন। আপনাদের উদ্দেশ্য হবে এরকম সরকারকে নিয়ে আসা যারা এই দেশের প্রতি সত্য। এবং দেশের সম্পত্তি রক্ষা করতে পারে। আমি আপনাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আবেদন জানাচ্ছি। কিন্তু থামবেন না। এটা আপনাদের অধিকার। এটা আপনার দেশ। তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। কংগ্রেসের সব নেতা ও কর্মীরা আপনাদের সঙ্গে রয়েছেন। ‘

যুব সমাজের পাশাপাশি এই প্রকল্পের বিরোধিতায় রাজধানীর রাস্তায় নেমেছেন কংগ্রেসের নেতারা। কংগ্রেসের সাংসদ ও নেতারা এদিন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেন। সেখানে ছিলেন জয়রাম রমেশ, রাজীব শুক্লা, সচিন পাইলট, সলমন খুরশিদ ও আলকা লম্বা। এদিকে বিক্ষোভস্থলে পুলিশ ও আধাসেনা মোতায়েন ছিল। বিরোধী ও যুব সমাজের দেশজুড়ে বিক্ষোভ, প্রতিবাদের পর পিছু হটেনি প্রতিরক্ষা বাহিনী। বরং তাঁদের তরফে সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা করা হয়েছে এই প্রকল্পের সুবিধা নিয়ে। বাহিনীর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, দেশের সামরিক বাহিনীতে তারুণ্য়ের ছোঁয়ার জন্যই এই প্রকল্প। এতে দেশের সামরিক বাহিনী ও যুব সমাজ দুইয়েরই সুবিধা হবে।