Accident: বাঁক নিতেই স্কুল বাস থেকে ছিটকে পড়ল ছাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু ৪ বছরের শিশুর

Accident: স্কুলবাসে করে বাড়ি ফেরার সময় বাস থেকে ছিটকে বাইরে পড়ল শিশু। ঘটনাস্থলেই মৃত্যু তার।

Accident: বাঁক নিতেই স্কুল বাস থেকে ছিটকে পড়ল ছাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু ৪ বছরের শিশুর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 12:35 PM

বেঙ্গালুরু: স্কুলে যাওয়ার সময় সুস্থসবলই ছিল মেয়ে। স্কুল থেকে আর বাড়ি ফিরল না স্বামীর বড় মেয়ে রক্ষা এস। বাড়ি ফিরল। তবে নিথর দেহ। স্কুল থেকে ফেরার সময় রাস্তাতেই ঘটে গেল বিপত্তি। স্কুল বাস থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্য়ু হয় খুদের। কর্নাটকের (Karnataka) রামানগর জেলার ঘটনা। এই দুর্ঘটনায় স্কুল বাসের (School Bus) চালক ও অ্য়াটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সিদ্দেনাহাল্লির বাসিন্দা ৪ বছরের রক্ষা এস। কৃষিনীতিবিদ স্বামীর বড় মেয়ে সে। হারোহাল্লির রামানাহাল্লিতে শ্রী সাই ইন্টারন্য়াশনাল স্কুলের ছাত্রী সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় মেয়েকে নিজেই স্কুলে ছেড়ে আসতেন বাবা। আর স্কুল বাসে করেই বাড়ি ফিরত রক্ষা। আর সেই বাসেই এবার ঘটল বিপত্তি। স্কুল বাসে করে বাড়ি ফিরছিল ছোট্ট রক্ষা। দুপুর ৩ টে ৪৫। আর না ফেরার দেশে তাঁদের বড় মেয়ে।

জানা গিয়েছে, রক্ষা বাসের দরজার দিকে মুখ করে বসে ছিল। সেই দরজা বন্ধ করা ছিল না এবং সেখানে অ্যাটেনডেন্টও দাঁড়িয়ে ছিল না। আর খুব উচ্চ গতিতেই বাস চালানো হচ্ছিল। সেই হাই স্পিডে বাসটি ডানদিকে বাঁক নিতেই রক্ষা বাস থেকে ছিটকে বাইরে পড়ে যায়। সেই বাসেরই পিছনের চাকার তলায় চলে আসে সে। মাথায় গুরুতর চোট পায় রক্ষা। আর ঘটনাস্থলেই মারা যায়। নিজেদের গাফিলতির কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে বাস ও শিশুদের ফেলে রেখে চম্পট দেয় বাস চালক ও অ্য়াটেনডেন্ট। স্বামীর অভিযোগের ভিত্তিতে কনকপুরা গ্রামীণ পুলিশ ওই বাস চালক ও অ্য়াটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।