Medicines Fails Quality Test: পরীক্ষায় পাস হল না, লাল তালিকাভুক্ত ৪৮ টি বহুল ব্যবহৃত ওষুধ
CDSCO: কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের তরফে ড্রাগ সুরক্ষা পরীক্ষায় পাশ করল না ৪৮ টি ওষুধ। লাল তালিকাভুক্ত হল বহুল ব্যবহৃত এই ওষুধ। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম এবং হার্টের ওষুধ।
নয়া দিল্লি: লালের ‘খাতায়’ চলে গেল ৪৮ টি বহুল ব্যবহৃত ওষুধ। গত মার্চ মাসে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের তরফে ড্রাগ সুরক্ষা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় পাশ করতে পারেনি এই ওষুধগুলি। তাই ৪৮টি বহুল ব্যবহৃত ওষুধকে ‘লাল দাগ’ দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।
CDSCO জানিয়েছে, গত মার্চ মাসে মোট ১,৪৯৭ টি নমুনার মধ্যে ৪৮ টি ওষুধ গুণমানের মানদণ্ডে পাশ করতে পারেনি। এর মধ্যে ১৪৪৯ টি ওষুধের গুণগুত মান স্ট্যান্ডার্ড বলে জানানো হয়েছে। এদিকে CDSCO-র লাল তালিকাভুক্ত ওষুধের তালিকায় রয়েছে, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম এবং হার্টের ওষুধ, মৃগীর ওষুধ গ্যাবাপেন্টিন, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টান, অ্যান্টি-ডায়াবেটিস ওষুধ গ্লিমিপিরাইড এবং মেটফর্মিন এবং HIV ওষুধ রিটোনাভির-ও।
এছাড়াও আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট, প্রোবায়োটিক এবং বেশ কয়েকটি মাল্টিভিটামিনসের বড়ি, নিয়াসিনামাইড ইনজেকশন এবং অ্যামোক্সিসিলিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ৩ ট্যাবলেট, টেলমিসার্টান ট্যাবলেট এবং আলবেন্ডাজল ট্যাবলেটের মতো অন্যান্য সাধারণভাবে ব্যবহৃত ওষুধগুলিকেও অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। CDSCO রিপোর্ট অনুযায়ী, বহুল ব্যবহৃত লাইসোপিন মিনেরাল সিরাপও এর মধ্যে পড়ে। এদিকে এই লাল তালিকাভুক্ত ওষুধের বিষয়ে একটি নোটিস পাঠানো হয়েছে ফার্মা সংস্থাগুলিকে। এই বিষয়ে তাদের কী বক্তব্য তা জানতে চাওয়া হয়েছে। ড্রাগ ইনস্পেক্টরদের এই ফার্মা সংস্থাগুলিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।