Board Exam: দশ বছরেই দশম পাশ, কচি হাতেই নজির গড়ল অয়ন

Board Exam: ১০ বছর বয়সে উত্তর প্রদেশের বোর্ড পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়েছে অয়ন গুপ্ত। তার এই সাফল্য পরিবারে নিয়ে এসেছে খুশির জোয়ার। তবে অয়নের এই সাফল্যের পিছনের গল্প জানলে উদ্বুদ্ধ হবেন আরও অনেকে।

Board Exam: দশ বছরেই দশম পাশ, কচি হাতেই নজির গড়ল অয়ন
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 6:39 PM

লখনউ: ইতিহাস রচনা করল উত্তর প্রদেশের ১০ বছরের ছেলে অয়ন গুপ্ত (Ayan Gupta)। এইটুকু বয়সেই উত্তর প্রদেশের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হল অয়ন। সম্প্রতি ইউপি বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই বয়সে ওই কিশোর যে শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই বয়। ৭৭ শতাংশ নম্বরও পেয়েছে সে।

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা অয়ন গুপ্ত। ১০ বছর বয়সে উত্তর প্রদেশের বোর্ড পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়েছে সে। তার এই সাফল্য পরিবারে নিয়ে এসেছে খুশির জোয়ার। তবে অয়নের এই সাফল্যের পিছনের গল্প জানলে উদ্বুদ্ধ হবেন আরও অনেকে। কোভিড-১৯ অতিমারির একাধিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে এই সাফল্যের চূড়ায় পৌঁছেছে সে।

কোভিড-১৯ বিভিন্ন ঢেউয়ে সময় দফায় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। স্কুল-কলেজের দরজায় তালা পড়ে যায়। অনলাইনেই অনভ্যস্ত শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নেওয়ার লড়াই করতে থাকে। সেরকমই গৃহবন্দি হয়ে পড়েছিল অয়নও। সেই সময় পড়াশোনা করার জন্য অনুপ্রেরণা জোগাড় করা অয়নের জন্য কঠিন হয়ে পড়েছিল। সেই সময় গ্রেটার নয়ডার গ্রেটার ভ্যালি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র অয়ন। সেই সময় বাড়ি থেকেই স্কুলের সব পড়াশোনা চলছিল। অত্যন্ত মেধাবি ছাত্র অয়ন। ক্লাসের অন্যান্য ছাত্রদের আগেই দ্বিতীয় শ্রেণির সমস্ত বই ও পড়াশোনা শেষ করে ফেলেছিল সে। তাই সেসব বইপত্র তার কাছে একঘেয়ে লাগতে শুরু করে। তাই নিজের ক্লাসের বাইরে উচ্চশ্রেণির পাঠ্যবই পড়তে শুরু কর সে। নিজের পছন্দের বিষয় নিয়ে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বই পড়তে শুরু করে। অঙ্কে সে ভালই ছিল। তবে হিন্দিতে সামান্য কাঁচা ছিল সে।

তারপর লকডাউন শেষে একদিন খুলল স্কুলের দরজা। সিবিএসই স্কুলের নবম শ্রেণিতে অয়নকে ভর্তি করানোর চেষ্টা করে তার বাবা-মা। তবে তার এত কম বয়সের কারণে তাকে ভর্তি করানো সম্ভব হয় না। পরে বুলন্দশহরে শিবকুমার আগরওয়াল জনতা ইন্টার কলেজে দশম শ্রেণিতে তাকে ভর্তি করা হয়। বোর্ড পরীক্ষায় বসার জন্যই সে শুধুমাত্র স্কুলে যেত। নয়ত বাড়িতে অনলাইনেই পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিচ্ছিল সে। তারপর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হল অয়ন। যে ছেলেটার চতুর্থ শ্রেণিতে পড়ার কথা, সে বোর্ড পরীক্ষা ৭৭ শতাংশ পেয়ে উত্তীর্ণ হওয়ায় অবাক অনেকেই।