Maharashtra Train Fire: জানলার বাইরে লেলিহান শিখা, মহারাষ্ট্রে ৮ বগির ট্রেনের ৫টিই আগুনের গ্রাসে, দেখুন

Maharashtra train fire: জ্বলতে থাকা ট্রেনটির কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিনের পরের কামড়াতেও আগুন জ্বলছে। ট্রেনের জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। ওয়ালাঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Maharashtra Train Fire: জানলার বাইরে লেলিহান শিখা, মহারাষ্ট্রে ৮ বগির ট্রেনের ৫টিই আগুনের গ্রাসে, দেখুন
৮টি বগির ৫টিতেই ছড়িয়ে পড়েছে আগুনImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Oct 16, 2023 | 5:08 PM

মুম্বই: মুম্বই শহরতলির একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন লেগেছে বলে রেলসূত্রে খবর পাওয়া গিয়েছে। সোমবার বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। মহারাষ্ট্রের আহমেদনগর স্টেশন থেকে অষ্টি স্টেশনের দিকে যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে আচমকাই ট্রেনটিতে আগুন ধরে যায়। তবে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেলওয়ে। তারা জানিয়েছে, আগুন একের পর এক কামড়ায় ছড়িয়ে পড়ার আগেই, সমস্ত যাত্রীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছিল। জ্বলতে থাকা ট্রেনটির কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিনের পরের কামড়াতেও আগুন জ্বলছে। ট্রেনের জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। ওয়ালাঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ট্রেনটি ৮ বগির একটি বিশেষ ডেমু ট্রেন। তার মধ্যে পাঁচটি বগিতেই আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নিরাপদে নামিয়ে আনে। এরপর দ্রুত গোটা ট্রেনে আগুন ছড়িয়ে পড়ে। জ্বলন্ত কোচগুলির ভিতর কেউ আটকে নেই বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে, এই আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আগুন নেভাতে দমকলে খবর দেওয়া হয়েছে। রেলের একটি দলও ওই এলাকায় উপস্থিত হয়েছেন।

বিকেল ৪টে বেজে ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গিয়েছে।