AC Blast: হঠাৎ বিস্ফোরণ এসি-তে, ঘুমের মধ্যেই প্রাণ গেল মা-মেয়ের
Chennai: হঠাৎ মধ্য রাতে এসিতে বিস্ফোরণ হয়। এসি থেকে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। চেষ্টা করলেও তাঁরা ঘর থেকে বের হতে পারেননি। ওই ঘরের মধ্যেই অগ্নিদ্বগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়।
চেন্নাই: সারাদিনের খাটাখাটনি। রাতটুকু অন্তত শান্তিতে ঘুমোতে চেয়েছিলেন। ঘর ঠাণ্ডা করতে চালিয়েছিলেন এসি(AC)। সেই এসি-ই প্রাণ কেড়ে নিল মা-মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাইয়ে। শনিবার মধ্যরাতে হঠাৎ এসি বিস্ফোরণ হয়। আগুনের গ্রাসে চলে যায় গোটা ঘরটি। ঘরের ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল দুইজনের।
জানা গিয়েছে, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ হওয়ায় হালিনা (৫০) ও নাসরিয়া (১৬) নামক দুইজনের মৃত্যু হয়। সম্পর্কে তাঁরা মা-মেয়ে। চেন্নাইয়ের অন্তুরের ইন্দিরা নগরে বাসিন্দা হালিনা ও তাঁর মেয়ে শনিবার রাতে এসি চালিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ মধ্য রাতে এসিতে বিস্ফোরণ হয়। এসি থেকে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। চেষ্টা করলেও তাঁরা ঘর থেকে বের হতে পারেননি। ওই ঘরের মধ্যেই অগ্নিদ্বগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এসি-তে আগুন লেগে যায়। পর্দা বা অন্য কোনও দাহ্য বস্তুর উপরে আগুনের ফুলকি পড়তেই গোটা ঘরে আগুন ছড়িয়ে যায়। আগুন লাগার বেশ কিছুক্ষণ পর প্রতিবেশীরা খেয়াল করেন, ঘর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা দমকল ও পুলিশে খবর দেন।
খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দরজা ভেঙে বাড়িতে ঢোকা হয়। যতক্ষণে ওই ঘরে পৌঁছন দমকলকর্মীরা, ততক্ষণে অগ্নিদ্বগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর জানা গিয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়েই ওই মহিলা ও কিশোরীর মৃত্যু হয়েছে।