Bihar: হঠাৎ প্রচণ্ড শব্দে পরপর দুটি বিস্ফোরণ, ভেঙে পড়ল তিনতলা বাড়ি! মৃত ৬, ধ্বংসের নিচে আটকে বহু

Bihar firecracker explosion: রবিবার, বিহারের সরন জেলার ছাপরা এলাকায় এক বেআইনি আতশবাজি তৈরির কারখানায় প্রচণ্ড বিস্ফোরণে একটি তিনতলা বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ল। মৃত্যু হয়েছে ৬ জনের, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

Bihar: হঠাৎ প্রচণ্ড শব্দে পরপর দুটি বিস্ফোরণ, ভেঙে পড়ল তিনতলা বাড়ি! মৃত ৬, ধ্বংসের নিচে আটকে বহু
আতশবাজিতে কোনওভাবে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করছে পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 7:01 PM

পটনা:  প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি। যার ফলে অন্ততপক্ষে ছয়জনের মৃত্যু হল। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ল কয়েকজন শিশু-সহ আরও অনেকে। ঘটনাটি ঘটেছে রবিবার, বিহারের সরন জেলার ছাপরা এলাকায়। সূত্রের খবর, খয়রা থানার খুদাই বাগ গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। যে বাড়িতে বিস্ফোরণটি ঘটে, সেখানে একটি অবৈধ আতশবাজি তৈরির কারখানা চলত বলে অভিযোগ। সেই আতশবাজিতে কোনওভাবে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করছে পুলিশ। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও ত্রাণ দেওয়ার কাজ চলছে।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে সরন জেলার এসপি সন্তোষ কুমারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হয়েছে।’ তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের আগে ধসে পড়ার বাড়িটি থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই তাদের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন এসপি। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ যেমন উড়ে গিয়েছে, পাশাপাশি বাকি অংশে আগুনও ধরে গিয়েছিল। তবে, বাড়িটি একটি নদীর তীরে অবস্থিত হওয়ায়, সেই আগু দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তারা জানিয়েছেন, সম্ভবত প্রথমে কিছু আতশবাজিতে আগুন লেগে গিয়েছিল। তাতেই বিস্ফোরণ শুরু হয়েছিল। এর থেকে একটি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। এরপর বিকট শব্দে সিলিন্ডারটিতে বিস্ফোরণ হয়। পাশেই রাখা ছিল বাজির বারুদ। সিলিন্ডারে বিস্ফোরণের পর সেই বারুদে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। তারপরই ধসে যায় বাড়িটি।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িটিতে অবৈধ আতশবাজি তৈরির কারখানা চলছিল। ওই বাড়ির মালিকের নাম মহম্মদ রেয়াজু মিয়াঁ। খোদাইবাগ গ্রামের ওই বাসিন্দা বাড়িতেই আতশবাজি তৈরি করতেন এবং বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে সেগুলি বিক্রি করতেন বলে দাবি করেছেন গ্রামবাসীরা। বিস্ফোরণে রেয়াজু মিয়াঁর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।