Amritsar Blast: স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণে গুড়িয়ে গেল জানালার কাচ, আহত ৬

Blast Near Golden Temple in Amritsar: শনিবার মধ্যরাতে অমৃতসরের সামনে হেরিটেজ সরণি এলাকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন। পুলিশ কারণ খুঁজতে তদন্ত করছে।

Amritsar Blast: স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণে গুড়িয়ে গেল জানালার কাচ, আহত ৬
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 2:27 PM

অমৃতসর: পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে বিস্ফোরণ। শনিবার মধ্য রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে হেরিটেজ সরণির এলাকা। এই বিস্ফোরণে প্রায় ছয়জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

স্বর্ণ মন্দিরের খুব কাছেই হেরিটেজ সরণি স্ট্রিট। গতকাল রাতের দিকে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সেই সরণি। কোনও সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই অনুমান করে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণেরও অভিঘাত এতটাই ছিল যে আশেপাশের রেস্তোরাঁ ও বহুতলের জানালার কাচ ভেঙে যায়।

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে পাউডার সংগ্রহ করে এই টিম। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। অমৃতসর পুলিশ কমিশনার নৌনিহাল সিং বলেন, “এত তাড়াতাড়ি কোনও কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।” এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থল দিয়ে অটোতে করে যাচ্ছিলেন ছয়জন তরুণী। বিস্ফোরণের সময় অটোতে কাচ ভেঙে পড়ে। আহত হন ছয় তরুণীও। এদিকে রবিবার অমৃতসর কমিশনার অব পুলিশ টুইটে জানিয়েছে, “অমৃতসরে বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে। ঘটনার কারণ জানতে তদন্ত জারি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকল নাগরিককে অনুরোধ করছি এবং কোনও কিছু শেয়ার করার আগে সত্যতা যাচাই করার আবেদন জানাচ্ছি।”