Kerala: মুক্তিপণ ছিল ১০ লক্ষ টাকা, ২০ ঘণ্টার মধ্যেই ৬ বছরের অপহৃত শিশুর সন্ধান পেল পুলিশ

Kerala girl whose kidnap: মঙ্গলবার সকাল পর্যন্ত শিশুটি বা তার অপহরণকারীদের কোনও খোঁজ না পাওয়ায়, কংগ্রেসের যুব শাখা পুয়াপ্পল্লী থানার বাইরে নীরব প্রতিবাদ জানায়। রাজ্যের মন্ত্রীরা অবশ্য রাজ্য পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছিলেন। মঙ্গলবার বিকেলে কোল্লাম জেলরই আশ্রম ময়দান থেকে তাকে পাওয়া যায়।

Kerala: মুক্তিপণ ছিল ১০ লক্ষ টাকা, ২০ ঘণ্টার মধ্যেই ৬ বছরের অপহৃত শিশুর সন্ধান পেল পুলিশ
২০ ঘণ্টার মধ্যেই মেয়েটির সন্ধান পেল পুলিশ Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 8:20 PM

কোল্লাম: অপহরণ করার ২০ ঘণ্টার মধ্যে ছয় বছরের শিশুকন্যাকে খুঁজে বের করল কেরল পুলিশ। সোমবার সন্ধ্যায় কেরলের কোল্লাম জেলায় টিউশনি পড়তে যাওয়ার পথে অপহরণ করা হয়েছিল ওই নাবালিকাকে। মঙ্গলবার বিকেলে কোল্লাম জেলরই আশ্রম ময়দান থেকে তাকে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ময়দানে একেবারে একা অবস্থায় পড়েছিল মেয়েটি। তবে সে আপাত দৃষ্টিতে সুস্থই রয়েছে। শিশুটিকে আপাতত ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার বিকেল ৪-৪.৩০ নাগাদ, দক্ষিণ কেরলের পুয়াপ্পল্লীতে দাদার সঙ্গে টিউশনি পড়তে যাচ্ছিল ছয় বছরের মেয়েটি। তার দাদা তার থেকে মাত্র ২ বছরের বড়। পুলিশকে ছেলেটি জানিয়েছে, অপহরণকারীরা চারজন ছিল। তাদের মধ্যে এক মহিলাও ছিল। তারা এসেছিল একটি সাদা গাড়িতে চড়ে। গাড়ি থেকে নেমে ছয় বছরের মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করেছিল তারা। তাদের বাধা দিয়েছিল ৮ বছরের কিশোরটিয কিন্তু, অপহরণকারীরা তাঁকে একপাশে ঠেলে ফেলে দিয়েছিল। বোনকে বাঁচাতে গিয়ে হাঁটুতে আঘাত পায় সে। তারপর মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালিয়েছিল।

এই ঘটনা নিয়ে এদিন উসকে ওঠে রাজনৈতিক উত্তেজনা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের পুলিশ প্রধানকে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছিল, নিখোঁজ শিশুটির সন্ধান পেতে তারা সমস্ত দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে। সন্দেহভাজন অপহরণকারীদের স্কেচও প্রকাশ করেছিল তারা। তবে, মঙ্গলবার সকাল পর্যন্ত শিশুটি বা তার অপহরণকারীদের কোনও খোঁজ না পাওয়ায়, কংগ্রেসের যুব শাখা পুয়াপ্পল্লী থানার বাইরে নীরব প্রতিবাদ জানায়। রাজ্যের মন্ত্রীরা অবশ্য রাজ্য পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে অপহরণকারীদের কাছ থেকে মেয়েটির বাবা-মায়ের কাছে একটি ফোন এসেছিল। ফোনে তারা মেয়েটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তার বাবা-মা দুজনেই দুটি পৃথক বেসরকারি হাসপাতালে নার্স। ফলে, তাঁদের পক্ষে এই বিপুল মুক্তিপণের দাবি মেটানো সম্ভব ছিল না। এই ফোনকলের পরই কেরল পুলিশের তৎপরতা বেড়েছিল। দক্ষিণ কেরলের কোল্লাম, পথনমথিট্টা এবং তিরুবনন্তপুরমের সমস্ত ছোট-বড় রাস্তায় সমস্ত যানবাহনে তল্লাশি চালানো হয়। তবে, ছয় বছরের মেয়েটির বা তার অপহরণকারীদের কারও সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে, স্থানীয় কিছু মানুষ পুলিশকে ফোন করে জানান, কোল্লামের আশ্রম মাঠে একা একটি শিশুকে দেখা গিয়েছে। এরপরই পুলিশ সেখানে গিয়ে দেখে সেই অপহৃত মেয়েটিই সেখানে রয়েছে। ময়দান থেকে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ। তবে কারা, কখন তাকে সেখানে ফেলে রেখে গেল, তা এখনও রহস্য়ই থেকে গিয়েছে। অপহরণকারীদের কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।