বমি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ৭ জন, অসুস্থ ১৫০-রও বেশি, গ্রামে গ্রামে আতঙ্ক-হাহাকার
Diarrhoea Outbreak: বিগত ১০ দিনের মধ্যেই মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে এপিডেমিক কন্ট্রোল টিম।
ভোপাল: লাগাতার বমি, পেট ব্যথা। একটা বাড়ি থেকে শুরু হয়েছিল, রাতারাতি তা গোটা গ্রামেই ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে সবাই অসুস্থ। সকলেরই উপসর্গ এক। বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছল যে শিশু ও মহিলা সহ সাতজনের মৃত্য়ু পর্যন্ত হল। গুরুতর অসুস্থ কমপক্ষে ১৫০ জন। কিন্তু হঠাৎ কী হল যে একসঙ্গে এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন? তাও আবার একই জেলায়?
জানা গিয়েছে, ডায়েরিয়া ও জলবাহিত রোগেই অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। এক শিশু ও পাঁচ মহিলা সহ মোট সাতজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। অসুস্থ আরও কমপক্ষে ১৫০। বিগত ১০ দিনের মধ্যেই মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে এপিডেমিক কন্ট্রোল টিম।
জেলা মহামারি নিয়ন্ত্রক আধিকারিক ডঃ যতীন্দ্র ঝারিয়া জানান, দেবরাহা বাহমণি গ্রামের ৪ বাসিন্দা এবং মাধোপুর গ্রামের ৩ বাসিন্দার মৃত্যু হয়েছে ডায়েরিয়ায়। অসুস্থ আরও ১৫০ জন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জল বা খাবারে সংক্রমণ থেকেই রোগ ছড়িয়েছে। বহু রোগী হাসপাতালে ভর্তি। অনেকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
একসঙ্গে এত মানুষ অসুস্থ হওয়ার খবর পেতেই জেলা প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে। হেলথ সুপারভাইজরকেও সাসপেন্ড করা হয়েছে। আরও দুই আধিকারিককে শোকজ নোটিস দেওয়া হয়েছে।