Goods Train Accident: লাইনে পরপর ছিটকে পড়ল ৮টি কামরা, ২৪ ঘণ্টায় পরপর ২ বার রেল দুর্ঘটনা
Tamil Nadu: ৩৮টি কামরার মালগাড়িটি লৌহ আকরিক, লোহার রড, ধাতব শিট নিয়ে যাচ্ছিল। চেঙ্গালপাট্টু থেকে পারানুর যাচ্ছিল মালগাড়িটি। ভিল্লুপুরম থেকে তনদাইরপেটের মাঝে লাইনচ্যুত হয়ে যায় আটটি কামরা। লাইনের উপরে আছড়ে পড়ে মালগাড়িতে থাকা লৌহ আকরিকগুলি।
চেন্নাই: ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুইবার রেল দুর্ঘটনা। রবিবার সন্ধেয় মহারাষ্ট্রে (Maharashtra) একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার ঘণ্টাখানেক পরই গভীর রাতে আবারও রেল দুর্ঘটনা (Train Accident)। ফের লাইনচ্যুত হল আরেকটি মালগাড়ি (Goods Train Derailed)। এবার তামিলনাড়ুতে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। পরপর আটটি বগি উল্টে যায়।
জানা গিয়েছে, তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুতে ভিল্লুপুরম থেকে তনদাইরপেটের মাঝে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। আটটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বর্তমানে লাইন থেকে মালগাড়ির কামরাগুলি সরানোর কাজ চলছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ৩৮টি কামরার মালগাড়িটি লৌহ আকরিক, লোহার রড, ধাতব শিট নিয়ে যাচ্ছিল। চেঙ্গালপাট্টু থেকে পারানুর যাচ্ছিল মালগাড়িটি। ভিল্লুপুরম থেকে তনদাইরপেটের মাঝে লাইনচ্যুত হয়ে যায় আটটি কামরা। লাইনের উপরে আছড়ে পড়ে মালগাড়িতে থাকা লৌহ আকরিকগুলি।
দুর্ঘটনার খবর পেয়েই চেঙ্গালপাট্টু ও ভিল্লুপুরম থেকে কুইক রেসপন্স টিম পাঠানো হয়। দ্রুত মালগাড়ি সরানোর কাজ শুরু হয়, যাতে অন্য রেল পরিষেবা ব্যাহত না হয়। কীভাবে এই মালগাড়িটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার সন্ধেয় মহারাষ্ট্রেও একটি মালগাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। লাইনচ্যুত হয় দুটি কামরা। এর জেরে ২০টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে।