Car accident: পড়ে রয়েছে একের পর এক দেহ, খাদই প্রাণ কাড়ল একই পরিবারের ৮ জনের

Car accident: একই পরিবারের ওই ৮ জন কিস্তওয়ার থেকে মারওয়া যাচ্ছিল। অনন্তনাগ জেলার ডাকসুমে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চাকা পিছলে গাড়িটি খাদে পড়ে যায়। নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। মৃতদের মধ্যে একজন ব্যক্তি, ২ জন মহিলা এবং ৫ জন নাবালক। মৃত ব্যক্তি পুলিশকর্মী ছিলেন।

Car accident: পড়ে রয়েছে একের পর এক দেহ,  খাদই প্রাণ কাড়ল একই পরিবারের ৮ জনের
খবর পেয়ে পৌঁছায় উদ্ধারকারী দল
Follow Us:
| Updated on: Jul 27, 2024 | 9:38 PM

অনন্তনাগ: রাস্তা থেকে পিছলে গেল গাড়ির চাকা। পড়ে গেল পাশের খাদে। দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের। তার মধ্যে ৫ জন শিশু। মৃতেরা সকলেই একই পরিবারের। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে।

পুলিশ জানিয়েছে, একই পরিবারের ওই ৮ জন কিস্তওয়ার থেকে মারওয়া যাচ্ছিল। অনন্তনাগ জেলার ডাকসুমে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চাকা পিছলে গাড়িটি খাদে পড়ে যায়। নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। মৃতদের মধ্যে একজন ব্যক্তি, ২ জন মহিলা এবং ৫ জন নাবালক। মৃত ব্যক্তি পুলিশকর্মী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই আসে উদ্ধারকারী দল। কিন্তু, কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তির নামে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। ওই ব্য়ক্তির বাড়ি অনন্তনাগেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।

কয়েকদিন আগেই রাজৌরী এবং রিয়াসি জেলায় দুটি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। গত ২১ জুলাই রাজৌরীতে একটি ট্যাক্সি পাহাড়ি পথ থেকে নিচে পড়ে গিয়েছিল। ৮ জন যাত্রী ছিলেন ট্যাক্সিতে। ৩ জনের মৃত্যু হয়। ওই একই দিনে রিয়াসি জেলায় খাদে পড়ে যায় একটি গাড়ি। চার জন ছিলেন। তার মধ্যে তিন জনের মৃত্যু হয়।