wall collapsed: শিব বানাতে গিয়ে হঠাৎ বিপর্যয়, মৃত্যু হল ৯ শিশুর

Wall collapsed: একটি মন্দিরে অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরের পাশের একটি বাড়ির দেওয়ার ভেঙে পড়ে শিশুদের উপর। হুড়োহুড়ি শুরু হয়। ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ৯ শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও কয়েকজন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

wall collapsed: শিব বানাতে গিয়ে হঠাৎ বিপর্যয়, মৃত্যু হল ৯ শিশুর
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী
Follow Us:
| Updated on: Aug 04, 2024 | 3:11 PM

ভোপাল: দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল ৯ শিশুর। আহত হয়েছে আরও কয়েকজন। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর জেলায়। শাহপুরে হরদায়ুল বাবা মন্দিরের সামনে একটি অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিল শিশুরা। সেইসময়ই দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদিন ওই মন্দিরে একটি অনুষ্ঠান ছিল। সেজন্য সেখানে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই মন্দিরের সামনে শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুরা। সেইসময়ই মন্দিরের পাশের একটি বাড়ির দেওয়ার ভেঙে পড়ে তাদের উপর। হুড়োহুড়ি শুরু হয়। ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ৯ শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও কয়েকজন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ও আহত নাবালকদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। যে বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, সেটি ৫০ বছরের পুরনো। কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে দেওয়ালটি ভেঙে পড়ে বলে প্রশাসন জানিয়েছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “মৃত শিশুদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহত শিশুরা দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা করি।”

গতকালই মধ্য প্রদেশের রেওয়া জেলায় একটি বাড়ির দেওয়াল ভেঙে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ৫ থেকে ৭ বছরের ওই ৪ শিশু স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেইসময় তাদের উপর দেওয়াল ভেঙে পড়ে। ওই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটছে বলে মনে করছে প্রশাসন। চলতি বছরে বৃষ্টিজনিত দুর্ঘটনায় মধ্য প্রদেশে এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। ২০৬টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৪০৩টি বাড়ি।