100 Days Work: ১০০ দিনের কাজে বাংলার কপালে জুটেছে শুধু শূন্য, এবার প্রমাণ দিলেন তৃণমূল সাংসদ
MNREGA Allocation: প্রশাসনিক সভা হোক বা রাজনৈতিক মঞ্চ, বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল অভিযোগ করেছে, ১০০ দিনের কাজে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। মনরেগায় বাংলার বরাদ্দ জুটছে না। ১০০ দিনের কাজে যে বকেয়া টাকা রয়েছে, তাও দেওয়া হচ্ছে না।
নয়া দিল্লি: ১০০ দিনের কাজে বরাবরই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্য সরকার। এবার প্রমাণ দিয়ে সেই দাবিকেই আরও জোরাল করল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, “অবশেষে মোদী সরকার স্বীকার করে নিল যে মনরেগা (MNREGA) তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য।”
প্রশাসনিক সভা হোক বা রাজনৈতিক মঞ্চ, বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল অভিযোগ করেছে, ১০০ দিনের কাজে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। মনরেগায় বাংলার বরাদ্দ জুটছে না। ১০০ দিনের কাজে যে বকেয়া টাকা রয়েছে, তাও দেওয়া হচ্ছে না। এই নিয়ে সংসদে একাধিকবার প্রশ্নও তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সম্প্রতিই লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও ১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগ শোনা গিয়েছিল।
𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠
Finally! Modi Govt admits inside Parliament that BENGAL’S BEEN GIVEN ZERO for MNREGA funds@abhishekaitc @AITCofficial have been demanding a White Paper to prove what BJP govt has paid Bengal since loss in 2021 Elections
Here👇proof from answer in Rajya Sabha pic.twitter.com/E8rExjL4AA
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) August 4, 2024
এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ছবি পোস্ট করে দাবি করলেন যে ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের তরফে বাংলার জন্য বরাদ্দ শূন্য ছিল। তিনি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে লেখেন, “২০২১ সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কী দিয়েছে, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে। অবশেষে মোদী সরকার স্বীকার করল যে মনরেগা ফান্ডে বাংলার জন্য বরাদ্দ শূন্য। রাজ্যসভায় জবাব থেকে এর প্রমাণ মিলল।”
প্রসঙ্গত, এর আগে তৃণমূল কংগ্রেস সরকার যেমন পদে পদে কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগ তুলেছে, তেমনই কেন্দ্রের মোদী সরকারও বাংলার দুর্নীতি নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে। গত সপ্তাহেই রাজ্যসভায় বন্যা ত্রাণের প্যাকেজ নিয়ে আলোচনায় বাংলার বরাদ্দ নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে বাজেটে বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ আনলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা হল, তারা হিসেব দেয় না। তবে, এই অভ্যাস ধীরে ধীরে বদলাচ্ছে। তাই কেন্দ্র থেকে কিছু কিছু সাহায্য তারা পাচ্ছে।”