গঙ্গা থেকে উদ্ধার ২২ দিনের শিশু, দায়িত্ব নিল সরকার

গাজিয়াপুর জেলার দাদরি ঘাট থেকে বুধবার শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু কন্যার সব দায়িত্ব নেয় উত্তরপ্রদেশ সরকার। শিশুটিকে যাবতীয় সাহায্যের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

গঙ্গা থেকে উদ্ধার ২২ দিনের শিশু, দায়িত্ব নিল সরকার
গঙ্গা থেকে উদ্ধার
Follow Us:
| Updated on: Jun 16, 2021 | 9:41 PM

লখনউ: কিছুদিন আগেই গঙ্গায় শব ভাসানোর কারণে খবরের শিরোনামে উঠে এসেছিল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এবার গঙ্গায় ভাসানো হল মাত্র ২২ দিনের শিশুকে (A 22-day old baby girl)। ঘটনার জেরে শিহরিত সারা দেশের মানুষ। একটি কাঠের বাক্সে বন্দি করে শিশুটিকে ভাসিয়ে দেওয়া হয়েছি গঙ্গায়। বাক্সের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পান নৌকোর (Boat) মাঝি।

এরপর উদ্ধার হয় ২২ দিনের শিশু কন্যাটি। ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ওই মাঝি জানিয়েছেন, লাল ওড়নায় জড়ানো ছিল শিশুর শরীর। সঙ্গে দেবতার ছবিও ছিল বলে জানিয়েছেন তিনি। গাজিয়াপুর জেলার দাদরি ঘাট থেকে বুধবার তাকে উদ্ধার করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

এরপর উদ্ধার হওয়া ২২ দিনের শিশু কন্যার সব দায়িত্ব নেয় উত্তরপ্রদেশ সরকার। শিশুটিকে যাবতীয় সাহায্যের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই খবরে খুশি রাজ্যের বহু মানুষ। ভাল মতো বড় হওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, রায় আদালতের