Tinder Date: কেন ডেটে যাব? টিন্ডারে তমান্নার প্রশ্ন জবাব এল এক মহাজাগতিক মাত্রায়…
Tinder Match: তমান্না লিখছেন, তিনি তাঁর টিন্ডার ম্যাচের কাছে জানতে চেয়েছিলেন, কেন ওই যুবকের সঙ্গে ডেটে যাবেন। আর তার উত্তরে একেবারে লম্বা-চওড়া এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়েছেন যুবক। গোটা ফিরিস্তি রয়েছে সেখানে। নিজের শখ থেকে শুরু করে, কী পছন্দ করেন, কী খেতে ভালবাসেন, তাঁর কুকুরের প্রতি ভালবাসার কথা... সব লেখা রয়েছে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে।
সময়ের সঙ্গে সঙ্গে ডেটিং-এর ধরনও বদলেছে। ডিজিটাল দুনিয়ায় এখন বাজারে ছেয়ে গিয়েছে বিভিন্ন ডেটিং অ্যাপ। টিন্ডার থেকে শুরু করে বাম্বল… আরও কত কী! হরেক রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। শুধু পছন্দমতো মাছ বড়শিতে গেঁথে নেওয়ার পালা। বুড়ো আঙুলের এক টানে লেফ্ট সোয়াইপ কিংবা রাইট। আজকাল টিন্ডার প্রোফাইলগুলির বায়োতেও সৃজনশীলতার ছোঁয়া। কে কত আকর্ষণীয়ভাবে নিজের প্রোফাইল তুলে ধরতে পারে, সেই চেষ্টা। আর এসবের মধ্যেই এক তাজ্জব অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যুবতী। এক যুবকের সঙ্গে তাঁর ম্যাচ হয়েছিল টিন্ডারে। জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি ডেটে যাবেন ওই যুবকের সঙ্গে। আর তারপর ওই যুবক যা ভেলকি দেখাল, তা অনেকদিন মনে থাকবে যুবতীর।
এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তমান্না নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী। বেশ মজার অভিজ্ঞতা। এমনটা সচরাচর হয় না। তাই তমান্না নিজেও সেই অভিজ্ঞতার কথা নেটাগরিকদের সবাইকে জানিয়েছেন। কেমন সেই অভিজ্ঞতা?
Asked my tinder match why should i date him and he sent me a link to this ppt 😭🙏 pic.twitter.com/P1FLyq0BTY
— tamanna (@hotgirllcoachh) January 27, 2024
তমান্না লিখছেন, তিনি তাঁর টিন্ডার ম্যাচের কাছে জানতে চেয়েছিলেন, কেন ওই যুবকের সঙ্গে ডেটে যাবেন। আর তার উত্তরে একেবারে লম্বা-চওড়া এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়েছেন যুবক। গোটা ফিরিস্তি রয়েছে সেখানে। নিজের শখ থেকে শুরু করে, কী পছন্দ করেন, কী খেতে ভালবাসেন, তাঁর কুকুরের প্রতি ভালবাসার কথা… সব লেখা রয়েছে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে।
এ পর্যন্ত যাও বা ঠিক ছিল, এরপর আরও যা যা রয়েছে পিপিটিতে, তা দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন ওই যুবতী। কারা কারা তাঁকে ভাল ম্যাচ বলে মনে করেন, এমন একটা নামের লম্বা তালিকাও পাঠিয়েছেন। নিজের প্রতিটা খুঁটিনাটি তুলে ধরেছেন পাওয়ার পয়েন্টে। এ যেন কোনও কর্পোরেট অফিসের প্রেজেন্টেশন দিতে বসেছেন তিনি। নিজের কুকুর, প্রতিবেশীর কুকুর, পথকুকুরদের কথা লিখেছেন। এমনকী তাঁর স্কুল জীবনের ক্রাশের কথা থেকে শুরু করে নিজের বাড়ির মালিকের কথাও উল্লেখ রয়েছে সেই পিপিটিতে।
লিখেছেন, তিনি ফুচকা খেতে ভালবাসেন। জিম, সাঁতার কাটার প্রতি ঝোঁকের কথাও লেখা। গভীর রাতে চা-সিঙাড়া ডেট থেকে শুরু করে কোনও পাহাড়ের চূড়া দেখতে দেখতে ম্যাগি ডেট, সব কিছুর জন্যই রাজি তিনি।
ডেটে কেন যাবেন ওই যুবকের সঙ্গে? শুধু এই প্রশ্নটাকে যে ওই যুবক এতটা সিরিয়াসলি নিয়ে বসবেন, তা হয়ত কল্পনাও করতে পারেননি তমান্না।