বাইক নিয়ে যাওয়া হয়েছে থানায়, রাগে পুলিশের পেটে ছুরি
ছুটতে ছুটতে থানায় যায় যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম হর্ষ মীনা। থানায় গিয়ে হর্ষ মীনা জানতে পারে বাইক ছাড়াতে গেলে জরিমানা দিতে হবে। কিন্তু ওই যুবকের কাছে জরিমানা (Fine)দেওয়ার মতো টাকা ছিল না।
ভোপাল: নো পার্কিং জোনে (No-parking zone) বাইক রেখে সিনেমা দেখতে ঢুকেছিল এক যুবক। সিনেমা শেষে হল থেকে বেরিয়ে দেখেন বাইক উধাও। তারপরেই ঘটল মারাত্মক ঘটনা। নো পার্কিং জোনে বাইক রাখার অনুমতি নেই। তাই ক্রেন দিয়ে বাইকটি তুলে নিয়ে যায় এক পুলিশ কর্তা।
ছুটতে ছুটতে থানায় যায় যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম হর্ষ মীনা। থানায় গিয়ে হর্ষ মীনা জানতে পারে বাইক ছাড়াতে গেলে জরিমানা দিতে হবে। কিন্তু ওই যুবকের কাছে জরিমানা দেওয়ার মতো টাকা ছিল না। বাড়িতে থেকে টাকা নিয়ে আসার কথা জানায় যুবক।
তাকে বাড়ি থেকে টাকা আনার অনুমতি দেয় পুলিশ। এরপরেই তার বাইকটি তাকে দিয়ে দেওয়া হয়। থানা থেকে বেরনোর সময় সেই পুলিশ অফিসারকে দেখতে পায় হর্ষ মীনা। যিনি তার বাইক ক্রেন দিয়ে তুলে এনেছেন থানায়। রাগের মাথায় তাকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ওই পুলিশ কর্তার নাম শ্রীরাম দুবে। ছুরির আঘাতে তিনি আহত হয়েছেন। তার পেটে ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হর্ষ মীনা। কিন্তু উপস্থিত থাকা অন্যান্য পুলিশ তাকে ধরে ফেলে। ছুরিকাঘাতের ঘটনায় তার কড়া শাস্তি হতে পারে বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: রাজপথে রাতারাতি হাজির জাহাজের কন্টেনার! মুখ ঢাকল লালকেল্লা, কিন্তু কেন?