Aaditya Thackeray On Shinde Government : ‘দেড় মাসের রাজনৈতিক নাটক মাত্র…’, শিন্ডে সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদ্ধব পুত্রের

Aaditya Thackeray On Shinde Government : সোমবার শিন্ডে সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। তিনি

Aaditya Thackeray On Shinde Government : 'দেড় মাসের রাজনৈতিক নাটক মাত্র...', শিন্ডে সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদ্ধব পুত্রের
ফাইল ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 2:58 PM

মুম্বই : মহারাষ্ট্রের মহানাটকের যবনিকা পতন হয়েছে বেশ কয়েকদিন হল। নতুন সরকারও গঠন হয়েছে। তারপর থেকেই ঠাকরে শিবির বিভিন্ন সময় বর্তমান শিন্ডে-বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। সোমবারও সেই রীতি বজায় রেখেছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। এদিন তিনি বলেছেন, মহারাষ্ট্র কোনওদিন বিশ্বাসঘাতকতা সহ্য করেনি এবং করবে না। তিনি জোর দিয়ে বলেছেন, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের শীঘ্রই পতন ঘটবে।

কোঙ্কন অঞ্চলে শিবসেনা কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাতে সফরে গিয়েছিলেন শিবসেনার যুব সংগঠনের প্রধান তথা প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে। সেখানে উপস্থিত হয়ে শিবসেনা নেতাদের সম্মুখে বর্তমান শিন্ডে নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তিনি বলেন, শিন্ডে সরকার জনগণের কল্যাণের দিকে কোনও নজর দেয় না। বরং তাঁরা গুরুত্ব দেয় ‘নোংরা রাজনীতিতে’। তিনি বলেন, ‘রাজনীতির এই নাটক চলবে মাত্র দেড় মাস। এই সরকার পড়ে যাবে নিশ্চিত। মহারাষ্ট্র কোনওদিন বিশ্বাসঘাতকতা সহ্য করে না।’ বর্তমান সরকারের নীতিকে ভর্ৎসনা করে আদিত্য ঠাকরে বলেছেন যে, তাঁরা জনহিতকর কোনও কাজে মন নেই এই সরকারের।

আদিত্য এদিন অভিযোগ করেছেন, রাজ্যে অতিবৃষ্টির ফলে বন্য়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্তও হয়েছেন অনেকে। তবে সেই বিষয়ে সরকার কোনও মাথা ঘামায় না বলেও অভিযোগ করেন আদিত্য। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় এক সপ্তাহের টানটান উত্তেজনার পর মহাবিকাশ আগাড়ির (MVA) জোট সরকারে পতন ঘটে মহারাষ্ট্রে। ৪০ জন বিদ্রোহী শিবসেনা নেতার হাত ধরে এই সরকার ফেলতে সক্ষম হয়েছেন বর্তমান মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে। চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা-বিজেপির সরকার গঠন হয়। মুখ্যমন্ত্রী পদে আসীন হন একনাথ শিন্ডে। আর ডেপুটি মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ। নতুন সরকার গঠনের পর থেকেই দুই শিবসেনা শিবিরের মধ্য়ে তোপ দাগাদাগির ঘটনা সামনে এসেছে।