Madhya Pradesh Fire : মধ্য প্রদেশের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০
Madhya Pradesh Fire : মধ্য প্রদেশের এক বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত আগুনে ঝলসে মৃত ১০। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে।
ভোপাল : ভয়াবহ আগুন মধ্য প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার জবলপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, দামোহ নাকা শিবনগরের বেসরকারি হাসপাতালের আইসিইউ (Intensive Care Unit)-তে প্রথম আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। মধ্য় প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
#WATCH | Madhya Pradesh: Fire breaks out at Jabalpur Hospital. Further details awaited pic.twitter.com/RdjjqARKIY
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 1, 2022
জবলপুর এসপি সিদ্ধার্থ বহুগুণা এই ঘটনা নিশ্চিত করে বলেছিলেন, ‘আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। আরও বেশ কয়েকজনও আগুনে ঝলসে গিয়েছে। তাঁদের অবস্থা খুব সঙ্কটজনক বলে জানিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতদের শনাক্ত করা যায়নি।’ এসপি-র এই বিবৃতির পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। এখনও অনেকের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-র ভিডিয়োতে দেখা গিয়েছে, গলগল করে কাল ধোঁয়া বের হচ্ছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন রোগী ও তিনজন হাসপাতালের কর্মী ছিলেন বলে আন্দাজ করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন জবলপুরের চিফ সুপারিনডেন্ট অব পুলিশ অখিলেশ গৌর। তিনি বলেছেন, ‘ভয়াবহ আগুন লাগে। আমাদের টিম হাসপাতালে আটকে থাকা সবাইকে ইতিমধ্যে বের করে এনেছে।’
जबलपुर के एक अस्पताल में भीषण अग्नि दुर्घटना का दुखद समाचार प्राप्त हुआ है।
स्थानीय प्रशासन और कलेक्टर से निरंतर संपर्क में हूं। मुख्य सचिव को संपूर्ण मामले पर नजर बनाये रखने के लिए निर्देश दिया है। राहत एवं बचाव के लिए हरसंभव प्रयास किये जा रहे हैं।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 1, 2022
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। দুঃখপ্রকাশ করে তিনি টুইটে লিখেছেন, ‘ জবলপুরের নিউ লাইফ হাসপাতালের আগুন লাগার ঘটনায় অকালে মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত।’ তাঁর আরও সংযোজন, ‘স্থানীয় প্রশাসন ও কালেকটরের সঙ্গে আমি যোগাযোগ করছি। পুরো ঘটনার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।’