Arvind Kejriwal in Gujarat: মোদীর গড়ে মন পেতে নিখরচায় তীর্থের ‘টোপ’, কেজরীবালের প্রতিশ্রুতিতে রয়েছে আর কী কী চমক?
Gujarat Assembly election 2022: আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরীবাল জানান, যদি গুজরাটবাসী আম আদমিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে রাজ্যের বয়স্ক মানুষদের অযোধ্যা সহ একাধিক ধর্মীয় স্থানে বিনামূল্যে তীর্থভ্রমণের ব্যবস্থা করাবে আম আদমি পার্টি।
আহমেদাবাদ: ফের ‘ফ্রি’ জিনিসের টোপ। দিল্লি, পঞ্জাবের পর এবার গুজরাটেও বিনামূল্যে নানা পরিষেবার টোপ দিলেন আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরীবাল। বুধবার তিনি গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দেন যে, বিধানসভা নির্বাচনে জিতলে তিনি রাজ্যের বয়স্ক নাগরিকদের তীর্থ ভ্রমণে নিয়ে যাবেন। একইসঙ্গে দিল্লি, পঞ্জাবের মতো গুজরাটেও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। শাসক দল বিজেপি বিগত তিন দশক ধরে রাজ্যে অরাজকতা, দুর্নীতি চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যে কোনও রাজ্য়েই ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দেয়। আপ আদমি পার্টির বিশেষত্বই হল তাদের বিনামূল্যে নানা পরিষেবা দেওয়া। দিল্লিতে ক্ষমতায় আসার আগে বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরীবাল। ক্ষমতায় আসার পর তা পূরণও করেছেন। এরপর চলতি বছরের শুরুতেই পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়ও আপ আদমি পার্টি বিনামূল্যে নানা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার পাখির চোখ গুজরাট।
বুধবার গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরীবাল জানান, যদি গুজরাটবাসী আম আদমিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে রাজ্যের বয়স্ক মানুষদের অযোধ্যা সহ একাধিক ধর্মীয় স্থানে বিনামূল্যে তীর্থভ্রমণের ব্যবস্থা করাবে আম আদমি পার্টি। এছাড়াও রাজ্য়ে বিনামূল্যে বিদ্যুৎ, আরও ভাল স্কুল-হাসপাতাল তৈরির প্রতিশ্রুতিও দেন কেজরীবাল।
রাজকোটে একটি জনসভায় কেজরীবাল শাসক দল বিজেপিকে আক্রমণ করে বলেন, “গত ২৭ বছর ধরে বিজেপি গুজরাটে ক্ষমতায় থাকলেও তারা একজনকেও তীর্থ ভ্রমণে পাঠায়নি। আমরা দিল্লিতে মাত্র তিন বছরেই ৫০ হাজার মানুষের জন্য বিনামূল্যে তীর্থভ্রমণের ব্যবস্থা করেছি। যদি আমরা এখাবনে ভোটে জিতি, তবে সকলকে বিনামূল্য তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়া হবে।”
রাজ্য়ে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার দশা বেহাল বলেও দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আম আদমি পার্টিতে শিক্ষিত, সৎ ও দেশপ্রেমীরা রয়েছেন। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি আম আদমি পার্টিকে বিজেপির অহংবোধ ভাঙার একটা সুযোগ দিতে। যদি আপনারা আমাদের কাজ সন্তোষজনক বলে মনে না করেন, তবে অন্য যেকোনও দলকে বেছে নেবেন পরের নির্বাচনে।”