Rajkummar Rao: নির্বাচন কমিশনের জাতীয় আইকন এবার ‘নিউটন’ রাজকুমার রাও

Rajkummar Rao ECi's national icon: পর্দার সেই নিউটন কুমার, অর্থাৎ, নিউটন কুমারের চরিত্রে অভিনয় করে যিনি সকলের মন জয় করেছিলেন, সেই অভিনেতা রাজকুমার রাওকে, জাতীয় আইকন হিসেবে বেছে নিতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর), প্রধান নির্বাচন কমিশনার, রাজীব কুমার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে রাজকুমার রাওয়ের নাম ঘোষণা করবেন।

Rajkummar Rao: নির্বাচন কমিশনের জাতীয় আইকন এবার 'নিউটন' রাজকুমার রাও
ভোটযন্ত্র হাতে ভোট কারেত যাচ্ছেন 'নিউটন কুমার'Image Credit source: YouTube video grab
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 4:23 PM

নয়া দিল্লি: ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডি ফিল্ম “নিউটন”-এর কাহিনি মনে আছে? ছত্তিশগড়ের এক নকশাল অধ্যুষিত এলাকায় ভোট পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সরকারি কর্তা নিউটন কুমার। বিবিধ বাধার মধ্যেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কোনও চেষ্টাই বাদ দেননি তিনি। এবার পর্দার সেই নিউটন কুমার, অর্থাৎ, নিউটন কুমারের চরিত্রে অভিনয় করে যিনি সকলের মন জয় করেছিলেন, সেই অভিনেতা রাজকুমার রাওকে, জাতীয় আইকন হিসেবে বেছে নিতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর), প্রধান নির্বাচন কমিশনার, রাজীব কুমার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে রাজকুমার রাওয়ের নাম ঘোষণা করবেন।

ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে অনুপ্রাণিত করতে, বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বদের জাতীয় আইকন হিসাবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। এর আগে, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আমির খান এবং ক্রিকেটার সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং কুস্তিগীর এমসি মেরি কমের মতো বিশিষ্টদের জাতীয় আইকন হিসাবে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। এবার, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজকুমার রাওকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন। বিভিন্ন বাধার মুখেও নিউটন কুমার তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন। রাজকুমার রাও অভিনিত ফিল্মটি হিন্দি ভাষার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার জিতেছে। ৯০তম আকাদেমি পুরস্কার বা অস্কার পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে সেই বছর ভারত থেকে এই ফিল্মটিকেই মনোনীত করা হয়েছিল।

নভেম্বরে ভারতের পাঁচটি রাজ্যের ১৬ কোটিরও বেশি মানুষ ভোট দেবেন। চলতি মাসের শুরুতে নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের ভোটের সূচি ঘোষণা করেছিল। মিজোরামে এক দফাতেই ভোট হবে ৭ নভেম্বর। ওইদিনই ছত্তিশগড়ের প্রথম দপার ভোট গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর পরের ধাপের ভোটগ্রহণ। মধ্য প্রদেশ এবং তেলঙ্গানায় যথাক্রমে ১৭ এবং ৩০ নভেম্বর ভোট হবে। আর রাজস্থানে প্রথমে ২৩ নভেম্বর ভোট হবে বলে ঘোষণা করা হয়েছিল। পরে, দুদিন পিছিয়ে ভোটগ্রহণের তারিখ ২৫ নভেম্বর ঠিক করা হয়েছে। সবকটি রাজ্যেরই ভোট গণনা এবং ফল প্রকাশ করা হবে একইসঙ্গে, ৩ ডিসেম্বর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, এই পাঁচ রাজ্যের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দলই।