‘শুধু শহর নয়, গ্রামগুলিও এখন ভগবানের হাতে’, করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

গত ৭ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি চিঠিও লেখেন রাহুল গান্ধী।

'শুধু শহর নয়, গ্রামগুলিও এখন ভগবানের হাতে', করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 09, 2021 | 10:30 PM

নয়া দিল্লি: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে শুধু শহরই নয়, দেশের গ্রামগুলির অবস্থাও ভয়ঙ্কর। এবার সেই ইস্যুতেই কেন্দ্র সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘শুধু শহর নয়, গ্রামগুলিকেও ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছে।’

একটি প্রতিবেদনের শিরোনাম টুইট করে রবিবার রাহুল গান্ধী কেন্দ্রের করোনা পরিস্থিতি সামলানোর চরম সমালোচনা করেন। গ্রামগুলি এখন ‘পরমাত্মা’ নির্ভর হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। কোভিড-১৯ পরিস্থিতিতে নিয়মিত বিজেপি সরকারের সমালোচনা শোনা যায় রাহুলের মুখে।

গত ৭ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লেখেন রাহুল গান্ধী। সেখানে করোনা ভাইরাসের বিভিন্ন মিউটেশনের বিরুদ্ধে লড়ার মত ক্ষমতাসম্পন্ন ভ্যাকসিনের দাবি করেন। যত শীঘ্র সম্ভব দেশবাসী যাতে টিকা পান সেদিকটি নিশ্চিত করার আবেদন জানান।

একইসঙ্গে তিনি চিঠিতে লিখেছিলেন, ‘কেন্দ্রীয় সরকারের কোভিড পরিস্থিতি সামলানোর অদক্ষতা দেশকে অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে।’প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনা। কেন্দ্রের উচিৎ বিজ্ঞানের সাহায্য নিয়ে ভাইরাসের প্রজাতি পরিবর্তনের দিকটি খেয়াল করা। এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াইয়ের প্রধান অস্ত্র ভ্যাকসিন। সকলে যাতে সেই ভ্যাকসিন পান, সে কথাও তুলে ধরেন রাহুল।