Anubrata Mondal: যুদ্ধকালীন তৎপরতা ইডির অন্দরে, আজ রাতেই কি দিল্লিযাত্রা কেষ্টর?

Anubrata Mondal: সূত্রের খবর, ইডির তরফে চেষ্টা করা হবে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে অনুব্রত মণ্ডলকে যেভাবেই হোক এ রাজ্যের সীমানার বাইরে নিয়ে যাওয়ার।

Anubrata Mondal: যুদ্ধকালীন তৎপরতা ইডির অন্দরে, আজ রাতেই কি দিল্লিযাত্রা কেষ্টর?
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 6:18 PM

নয়া দিল্লি: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর, এই নির্দেশ পেতেই যুদ্ধকালীন তৎপরতা শুরু ইডির অন্দরে। এমনও শোনা যাচ্ছে সোমবার রাতেই অনুব্রতকে নিয়ে দিল্লির পথে রওনা হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওয়াকিবহাল মহলের মতে, ইডি নিঃসন্দেহে আজ রাতেই তৎপরতা বাড়াবে। কারণ, দিল্লির বিশেষ আদালতের নির্দেশকে সামনে রেখে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারেন অনুব্রত। তেমনটা হলে দিল্লির বিশেষ আদালতের নির্দেশে স্থগিতাদেশের সম্ভাবনায় একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে ইডি আগেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এই সম্ভাবনা যদি সত্যি হয় তা হলে সোমবার রাতেই দিল্লি রওনা দিতে পারেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, ইডির যে সমস্ত আধিকারিকরা আসানসোলে রয়েছেন, তাঁদের মধ্যেও চরম তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

অনুব্রত মণ্ডল চিরকালই স্থানীয় নেতা হিসাবে থাকতে চেয়েছেন। তাঁর দলের নেতারাই বলেন, সে কারণে বিধায়ক অথবা সাংসদ হওয়ার ভোটে পর্যন্ত লড়েননি অনুব্রত। দিল্লি যাওয়ার কোনও বাসনাই তাঁর রাজনৈতিক জীবনে ছিল না। সেই অনুব্রতকে দিল্লি যেতেই হচ্ছে। তবে গরু পাচার মামলায় অভিযুক্ত হিসাবে। এমনও শোনা যাচ্ছে তিহাড় জেলে থাকতে হতে পারে বীরভূমের বেতাজ বাদশাকে। এই দিল্লি যাওয়া রুখতে কপিল সিব্বলের মতো দুঁদে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছিল। তবে শেষ রক্ষা হল না। কপিল সিব্বল সওয়াল করেছিলেন, পশ্চিমবাংলার ঘটনা, সেই মামলার জেরাপর্ব দিল্লিতে কেন? রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সিব্বল। তবে সেসব খুব একটা আমল পায়নি আদালতে।

সূত্রের খবর, ইডির তরফে চেষ্টা করা হবে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে অনুব্রত মণ্ডলকে যেভাবেই হোক এ রাজ্যের সীমানার বাইরে নিয়ে যাওয়ার। এত দ্রুত পৌঁছতে গেলে এমনও হতে পারে অনুব্রতকে বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে রাজধানীতে। দিল্লি হাইকোর্টেরও ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে এরপর। অনুব্রত চাইবেন যেভাবেই হোক দিল্লি যাওয়া আটকাতে। সূত্রের খবর, ইডি প্রথম থেকেই আসানসোলে অফিসারদের একটা টিম তৈরি করে রেখেছে। কোর্টের নির্দেশ এলে যাতে বিলম্ব না হয় সে কারণেই এই ব্যবস্থাপনা।

তবে এমনও শোনা যাচ্ছে, জেল কোড অনুযায়ী, বিকেল ৫টার পর অভিযুক্তকে নিয়ে যাওয়া যায় না। সেক্ষেত্রে রাউস অ্যাভিনিউয়ের অর্ডার ৫টার আগে আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছনোর প্রয়োজন।