Pakistani Drones Spotted: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার, পঞ্জাবের গুরদাসপুরে খোঁজ মিলল পাকিস্তানি ড্রোনের

Pakistani Drones Spotted: রবিবার রাতের দিকে ফের পঞ্জাবের সীমানায় পাকিস্তানি ড্রোনের দেখা মেলে। তারপর তা উদ্দেশ্য করে গুলি চালানো হয়।

Pakistani Drones Spotted: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার, পঞ্জাবের গুরদাসপুরে খোঁজ মিলল পাকিস্তানি ড্রোনের
ছবি সৌজন্যে: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 4:51 PM

চণ্ডীগঢ়: রবিবার রাতের দিকে পঞ্জাবের (Punjab) গুরদাসপুরের চান্দু ওয়াদালা গ্রাম ও কাসোওয়াল পোস্টের কাছে একটি পাকিস্তানি ড্রোন লক্ষ্য করা যায়। আর ড্রোন চোখে পড়তেই সীমান্তরক্ষা বাহিনীর (Border Security Force) আধিকারিকরা তা গুলি করে নামিয়ে আনেন। সীমান্তরক্ষা বাহিনীর তৎপরতায় ড্রোনগুলি আর বেশিদূর ঢুকতে পারেনি।

গতকাল গোটা বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে আর্জেন্টিনা-ফ্রান্সের দ্বৈরথে মগ্ন ছিল সেই সময়ই রাত ১০ টা ২২ নাগাদ পঞ্জাবের এই দুই এলাকায় পাকিস্তানের দুটি ড্রোন দেখতে পাওয়া যায়। তারপরই নিরাপত্তাবাহিনী সেই ড্রোনগুলি উদ্দেশ্য করে প্রায় ২৬ রাউন্ড গুলি চালায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ড্রোনের দেখা মেলার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। গুরদাসপুরের বিএসএফ-র ডিআইজি প্রভাকর যোশী বলেছেন, বিএসএফ-র ওয়াদালা পোস্ট ও কাসোওয়াল পোস্টের কাছে গত রাতে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে। জওয়ানরা সেই ড্রোন গুলি করে নামিয়ে নিয়ে আসে। তারপর এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রবিবার ড্রোনের দেখা মেলার কয়েক ঘণ্টা আগেই পঞ্জাবের চান্দু ওয়াদালাতে ভারতীয় সীমানা অতিক্রম করার চেষ্টা করে একটি উড়ন্ত বস্তু। ড্রোন ওড়ার শব্দ ভেসে আসে। মনে করা হচ্ছে আনুমানিক ২৫০ মিটার উচ্চতা থেকে সেই ড্রোনের শব্দ পাওয়া যায়। সেই সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে ৪০ রাউন্ড গুলি চালানো হয়। তারপর তা পাকিস্তানের দিকে চলে যায়। প্রায় ১৫ সেকেন্ড মতো ভারতীয় ভূখণ্ডে ছিল সেই বস্তুটি।